Malda News: রাস্তা যেন নদী! মহিলাকে নিয়ে গর্তে টোটো উল্টে বড় বিপদ! এলাকায় বিক্ষোভ
Malda Road Problem: রাস্তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত সংস্কার না হলে ব্লক এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি।

করুণাময় সিংহ, মালদা: দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত। সেই গর্তে জল জমে কার্যত ডোবার আকার নিয়েছে। সেখানেই টোটো উল্টে চাপা পড়ে গুরুতর জখম এক মহিলা। বেহাল রাস্তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই প্রশ্নের মুখে প্রশাসন এবং জন-প্রতিনিধিদের ভূমিকা। রাস্তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত সংস্কার না হলে ব্লক এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। সমস্যা নিয়ে তাদের জানানো হয়নি। দ্রুত সংস্কার হবে সাফাই তৃণমূল মন্ত্রীর। বিজেপির পঞ্চায়েত সদস্য থাকায় ওই এলাকাকে বঞ্চিত করছে প্রশাসন অভিযোগ গেরুয়া শিবিরের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঠিক কী ঘটনা?
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলার উত্তরপাড়া এলাকা। যেখানে দীর্ঘ ১০ বছর ধরে রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে রাস্তা ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। যেখানে জল জমে কার্যত জলাশয় হয়ে গেছে।এদিকে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ব্লক, থানা, হাসপাতাল, কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে ওই রাস্তার উপরেই নির্ভরশীল এলাকার মানুষ।
সব থেকে বেশি সমস্যা হচ্ছে রোগী বা প্রসূতিদের নিয়ে যেতে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটি টোটো ওই গর্ততে উল্টে গিয়ে গুরুতর জখম হযন এক মহিলা যাত্রী। সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। এলাকার মানুষের অভিযোগ রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত ব্লক প্রশাসন থেকে শুরু করে জন-প্রতিনিধি সকলকেই জানিয়েছেন। কিন্তু কাজ হয়নি।
এমনকি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন নিজেও এই রাস্তা নিয়ে অবগত। তার পরিবারের লোকেরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বলে দাবি এলাকাবাসীর। কিন্তু প্রশ্ন তারপরেও কেন সংস্কার হচ্ছে না। এই নিয়ে বঞ্চনার রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির দাবি ওই বুথে যেহেতু তাদের পঞ্চায়েত সদস্য রয়েছে। তাই এলাকার মানুষকে এই ধরনের যন্ত্রণা দিচ্ছে তৃণমূল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে মন্ত্রীর আশ্বাস তারা দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করবেন। এখানে রাজনীতির বিষয় নেই। তাদের এই সমস্যার কথা কেউ জানায়নি।





















