100 Days of Work: ১০০ দিনের প্রকল্প 'দুর্নীতি', ফের জেলায় কেন্দ্রীয় দল
Malda: এদিনই কালিয়াচক এক নম্বর ব্লকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে পারেন তাঁরা।

করুণাময় সিংহ, মালদা: রাজ্যে কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ফের মালদায় পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল। জেলাশাসকের দফতরে বৈঠক ২ সদস্যের কেন্দ্রীয় দলের। এদিনই কালিয়াচক এক নম্বর ব্লকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে পারেন তাঁরা।
এর আগেও এই জেলায় পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের নানা জেলা থেকে বারবার উঠে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কখনও ১০০ দিনের কাজের প্রকল্প। কখনও আবার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ। যখন মালদায় কেন্দ্রীয় দল ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এসেছে, তখনই মালদা জেলায় সামনে এলে ১০০ দিনের কাজ সংক্রান্ত আরও একটি অভিযোগ।






















