Malda News: ১৫ কেজি, ১৪ কেজি ওজন এক একটির, গোপন অভিযানে ১৯টি কচ্ছপ উদ্ধার
Turtle Recovered in Malda: গোপন সূত্রে খবর পেয়ে কচ্ছপের মাংস বিক্রি রুখতে নামে বন দফতর।
করুণাময় সিংহ, মালদা: পাচারকারীকে ধরতে ক্রেতা সেজে অভিযান (Turtle Smuggling)। তাতেই সাফল্য পেল বন দফতর। মালদার (Malda News) গাজোলে কচ্ছপের মাংস বিক্রেতা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা গেল পাঁচটি বড় আকারের এবং ১৪টি ছোট আকারের কচ্ছপ। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হাত ফস্কে পালিয়ে গিয়েছেন অন্য এক জন। ধৃত ব্যক্তি আগেও এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জেলা বন দফতরে রাখা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান বন দফতরের
গোপন সূত্রে খবর পেয়ে কচ্ছপের মাংস বিক্রি রুখতে নামে বন দফতর। ডিএফও সিদ্ধার্থ বি জানিয়েছেন, গাজোলের নয়াপাড়া এলাকায় কচ্ছপ বিক্রি চলছে বলে জানতে পারেন তাঁরা। সেই মতো অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতা হয়। ওই ব্যক্তির কাছে কচ্ছপ রয়েছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ক্রেতা সেজে ওই বাড়িতে যান বন দফতর এর রেঞ্জ অফিসার সুদর্শন সরকার-সহ বনকর্মীরা। এর পর হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত বিপুল বিশ্বাসকে।
আরও পড়ুন: Robinhood Army: ক্ষুধার্ত মুখে তুলে খাবার তুলে দেওয়াই লক্ষ্য, কীভাবে লড়াই করেন কলকাতার 'রবিনহুড'রা?
অভিযুক্তের বাড়ি থেকে পাঁচটি বড় আকারের এবং ১৪টি ছোট আকারের কচ্ছপ উদ্ধার করা হয়। বড় কচ্ছপগুলির কোনওটির ওজন ১২ কেজি, কোনওটির আবার ১৫ কেজি। ছোট কচ্ছপগুলির ওজন ১ থেকে ২ কোজি করে। তবে ঘটনাস্থল থেকে বন দফতরের হাত ছাড়িয়ে বিপুলের সহযোগী এক জন পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গিয়েছে।
আগেও ধৃত ব্যক্তিকে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগেও অভিযুক্ত বিপুলকে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।দীর্ঘ দিন ধরেই বেআইনি ভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছেন তিনি। মূলত উত্তরপ্রদেশ থেকে এই কচ্ছপগুলি তাঁর কাছে আসে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির বলে জানা গিয়েছে।