![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Malda News: 'দাদা, বউ এনে দাও', বোমা, রিভলভার নিয়ে ফেসবুকে হুমকি পুলিশকে, গ্রেফতার মালদার বাসিন্দা
Viral Video: আলো-আঁধারি খেলছে ঘরে। তার মধ্যেই অনভ্যস্ত হাতে ক্যামেরা। ব্যাগ খুলে একটির একটি করে বার করছেন বোমা, রিভলভার, কার্তুজ। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে চমকে উঠেছিলেন সকলে।
![Malda News: 'দাদা, বউ এনে দাও', বোমা, রিভলভার নিয়ে ফেসবুকে হুমকি পুলিশকে, গ্রেফতার মালদার বাসিন্দা Malda man threatening police with bombs and revolver apparently wants his estranged wife back Malda News: 'দাদা, বউ এনে দাও', বোমা, রিভলভার নিয়ে ফেসবুকে হুমকি পুলিশকে, গ্রেফতার মালদার বাসিন্দা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/28/185ecc5db3fe7df8c87e9f9d6886e4ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: মেলায় গিয়ে হারিয়ে যাননি, বাড়ি ছেড়েই চলে গিয়েছেন স্ত্রী। তাঁকে ফিরে পেতে পুলিশের পায়েও পড়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ হয়নি। বরং কপাল চাপড়ে মরেছেন। তাতেই পুলিশের উপর রাগ গিয়ে পড়ল স্বামীর। বাড়িতে বোমা-কবন্দুক জোগাড় করে সরাসরি হামলার হুমকি দিলেন। স্ত্রীকে খুঁজে এনে না দিলে, পুলিশ-প্রশাসন, কাউকে ছেড়ে কথা বলবেন না বলে হুমকি দিয়ে বসলেন (Malda News)।
সোশ্যাল মিডিয়ায় পুলিশ-প্রশাসনকে হুমকি
আলো-আঁধারি খেলছে ঘরে। তার মধ্যেই অনভ্যস্ত হাতে ক্যামেরা। ব্যাগ খুলে একটির একটি করে বার করছেন বোমা, রিভলভার, কার্তুজ। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিওটি দেখে চমকে উঠেছিলেন সকলে (Viral Video)। নাশকতামূলক ষড়যন্ত্রের আশঙ্কাও তৈরি হয়। তাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় মালদার বাসিন্দার ওই ভিডিও। কিন্তু খুঁজেপেতে দেখা গেল, সন্তান-সহ গৃহত্যাগ করে চলে যাওয়া স্ত্রীকে ফিরে পেতেই এত কসরত তাঁর। কিন্তু বন্দুক, বোমা কোথা থেকে পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ওই ব্যক্তির নাম দেব বল্লভ। মালদার (Malda News) নেমুয়া গ্রামের বাসিন্দা তিনি। সম্প্রতি ফেসবুকে ভিডিওটি আপলোড করেন তিনি। তাতে ব্যাগ থেকে একটি একটি করে বন্দুক-বোমা বার করতে করতে তাঁকে বলতে শোনা যায়, "এই যে পিস্তল, পেটো, পেট্রোল বোমা, অ্যাসিড। সবরকমের ব্যবস্থা করে রেখেছি। আমার উপর হামলা করতে এলেই ঝাঁঝরা করে দেব। ব্যাগের পকেটে বোমা ফিট সেট করে রাখব। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে, একটি একটি করে মারব। সব ধ্বংস করে দেব। দুইখানা ম্য়াগাজিনও রেখেছি। অনেক বার জানিয়েছি। কোনও ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েছি এসব রাখতে।"
আরও পড়ুন: Businessman Shootout : ফোন আসতে বেরিয়েছিলেন, বাড়ির কাছেই মিলল গুলিতে ঝাঁঝরা দেহ
ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তাতে আক্ষরিক অর্থেই চাঞ্চল্য ছড়ায়। স্তম্ভিত হয়ে যায় পুলিশ-প্রশাসনও। শেষমেশ সোমবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে, একটি 9 MM রিভলভার, আট রাউন্ড কার্তুজ, কার্বলিক অ্যাসিডের বোতল, তিনটি বোমা এবং চারটি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৪৩ বছরের দেব বল্লভের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইন-সহ অন্য ধারায় মামলা দায়ের হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে সন্দেহ পুলিশের, কিন্তু কোথা থেকে তিনি বন্দুক, বোমা পেলেন, তা ভাবাচ্ছে সকলকে (Malda Police)।
স্ত্রীকে ফেরত পেতে হুমকি পুলিশকে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে দেব বল্লবের স্ত্রী, রীতা বল্লব বিবাহ বিচ্ছেদ করে চলে গিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন ছেলেকেও। তার পর থেকেই নিজেকে গৃহবন্দি করে নেন দেব বল্লভ। সম্প্রতি ফেবুকে এমন সর্বনাশা ভঙ্গিতে দেখা যায় তাঁকে। তাতে শোরগোল পড়ে যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)