Malda News : মালদায় তৃণমূলে বড় ভাঙন ! মৌসমের পথে হাঁটলেন এবার এতজন TMC কর্মী
Mausam Benazir Noor: মৌসম বেনজির নুরের পরে এক দল কংগ্রেস কর্মী দল ছেড়ে তৃণমূলে যায়। আর এবার তৃণমূল থেকে কংগ্রেসে গেলেন একদল কংগ্রেসকর্মী।

মালদা : বিধানসভা ভোটের মুখে মালদা জুড়ে রাজনৈতিক ঘর ছা়ড়াছাড়ি। বছরের গোড়াতেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছিলেন মৌসম বেনজির নুর। তারপর এক দল কংগ্রেস কর্মী দল ছেড়ে তৃণমূলে যায়। আর এবার তৃণমূল থেকে কংগ্রেসে গেলেন একদল কংগ্রেসকর্মী।
ঘর ভাঙল তৃণমূল কংগ্রেসের
রাজ্যের মন্ত্রী ও মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের এলাকায় এবার ঘর ভাঙল তৃণমূল কংগ্রেসের। বছরের গোড়াতেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছিলেন মৌসম বেনজির নুর। এবার মালদার কংগ্রেস নেত্রীর হাত ধরেই 'জোড়াফুল' ছেড়ে 'হাত' ধরলেন ৬০ জন তৃণমূল কর্মী। দলবদলকারীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন মৌসম বেনজির নুর ও মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও মালদার কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। যদিও নিজের এলাকায় দলীয় শিবিরের এই ভাঙনে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী ও মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন।
সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা মৌসম নুরের দাবি, আত্মসম্মান নিয়ে তৃণমূল করতে না পারাতেই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন ওই কর্মীরা। পাল্টা তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন দাবি করেছেন, যাঁরা দলবদল করেছেন, তাঁদের আগেই বহিষ্কার করা হয়েছিল তৃণমূল থেকে।
এর আগে কংগ্রেসে ভাঙন ধরে
এর আগে মৌসম বেনজির নুরের কংগ্রেসে যোগদানের পরেই মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসে ভাঙন ধরে। চলতি মাসেই চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন পাঁচ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও একাধিক পদস্থ নেতা। এছাড়া যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একই দিনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন ৭০০ জন কর্মীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসিদুর রহমান, অঞ্চল সভাপতি আনিকুল ইসলাম সহ দলের একাধিক নেতা-কর্মী। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখে দলবদল বলে দাবি করে তৃণমূল। সেই ঘটনার কোনও প্রভাব পড়বে না বলে পাল্টা দাবি করে কংগ্রেস।
এরপরই আবার বড় দলবদল ঘটে গেল মালদায়। একে বারে সাবিনা ইয়াসমিনের গড়ে।






















