Malda: 'গ্রামে ঢুকবেন না নেতা-মন্ত্রীরা' দেওয়াল লিখে প্রতিবাদ গ্রামবাসীদের
গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জলের বারবার দাবি জানালেও, কোনও লাভ হয়নি।
মালদা: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে, দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের (TMC) জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। গ্রামে ঢুকবেন না নেতা-মন্ত্রীরা, এবার মালদায় দেওয়াল লিখনে প্রতিবাদ গ্রামবাসীদের । দিদির দূত ও নেতা-মন্ত্রীদের এই পাড়ায় ঢোকা নিষেধ বলে লেখা হল দেওয়ালে । গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জলের বারবার দাবি জানালেও, কোনও লাভ হয়নি । বিজেপির ষড়যন্ত্র, বলে অভিযোগ করেছে তৃণমূল । দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের কেন ঢুকতে দেবেন গ্রামবাসীরা? পাল্টা কটাক্ষ বিজেপির ।
মালদার পর ইংরেজবাজার: মঙ্গলবাড়িতে (Mangal Bari) দেওয়াল লিখন দেওয়াল লিখনের পর এবার পোস্টার । পুরাতন মালদার (Old Malda) পর ইংরেজবাজার (English Bazar)। দিদির দূতদের গ্রামে ঢুকতে না দেওয়া নিয়ে এবার পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হল মালদায়। টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ-স্লোগান ।
রাস্তা না হলে ভোট বয়কটেররও হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীদের একাংশ । ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের । খোয়ার মোড় থেকে বাহান্ন বিঘা অবধি প্রায় এক কিলোমিটার রাস্তা একেবারের চলাচলের অযোগ্য ।
গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পর ভোট গেলেও রাস্তার বেহাল ছবিটা আর বদলাচ্ছে না । এই ক্ষোভেই এবার গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন গ্রামবাসীরা । পোস্টারে মূলত দিদির দূতদের কথা উল্লেখ করা হলেও, রাস্তা সারাই না হওয়া পর্যন্ত, কোনও রাজনৈতিক দলের নেতাকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে । গ্রামবাসীদের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকেই বিঁধেছে বিজেপি-সিপিএম ।
তৃণমূল আবার এই পোস্টার দেওয়ার পিছনে,রাজনৈতিক কারণ দেখতে পাচ্ছে । এর আগে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে দেখা গেছে দিওয়াল লিখন । যেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, বেহাল রাস্তা ও পরিশ্রুত জলের ব্যবস্থা না হলে, দিদির দূত ও নেতা-মন্ত্রী পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। এবার দিদির দূতদের গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল ইংরেজবাজারের গ্রামে।
মহম্মদবাজারও বিক্ষোভ: মহম্মদবাজারও বিক্ষোভ বাধে এই একই দিনে। বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে বিধায়ককে এলাকায় দেখে অনুন্নয়নের অভিযোগ তুলে ধূমকেতু বলে কটাক্ষ করেন গ্রামসভার নেতা। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।