Malda News Update: হাসপাতালের পাশে সদ্যোজাতর দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদায়
Malda News Update: ঘটনাটি ঘটেছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের (Chanchal Super Speciality Hospital) সুপারের দফতরের পাশে। এই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের।
অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ: সদ্যোজাত (New Born) শিশু উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদায় (Malda)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের (Chanchal Super Speciality Hospital) সুপারের দফতরের পাশে। এই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা সহ রোগীদের পরিজনরা। যদিও পুরো ঘটনাটি নিয়ে নিন্দা করেছেন ওই হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ (Chanchal Police Station)।
জানা যায়, এদিন দুপুরে মালদার চাঁচল সুপার স্পেশালিটি (Chanchal Super Speciality Hospital) হাসপাতালের সুপারের দফতরের পাশে একটি সেফটি ট্যাঙ্কের উপর সদ্যোজাতটি পড়েছিল। স্থানীয় সূত্রে খবর প্রায় ৩ ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় সদ্যোজাতর দেহ পড়ে ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে এসে শিশুকে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে নিন্দার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা।
এত বড় হাসপাতাল, গোটা গ্রাউন্ডে ঝকঝকে আলো। রয়েছে নিরাপত্তা রক্ষীরাও (Security Guard)। এরপরেও এই ধরনের ঘটনা কেন হল? এনিয়ে প্রশ্ন তুলছেন চাঁচলের বাসিন্দারা। সরাসরি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই আঙুল তুলছেন শহরের বাসিন্দারা। যদিও এই প্রসঙ্গে হাসপাতালের বিরুদ্ধে ওটা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস (Jayanta Biswas)। তিনি বলেন, এটি হাসপাতালের ঘটনা নয়। কেউ বা কারা বাইরে থেকে মৃত সদ্যোজাত শিশুটিকে হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে গেছে। আমরা পুরো বিষয়টি চাঁচল থানায় জানিয়েছি। ঘটনাটি আমরা তদন্ত করছি।
রাস্তায় নেমে বাইক ধরপাকড় মালদার পুলিশ সুপারের। "সেফ ড্রাইভ, সেভ লাইফ"- এর কর্মসূচি শেষে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় রিলমে অভিযান চালায় পুলিশ। নেতৃত্বে ছিলেন স্বয়ং মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
আরও পড়ুন: Malda : "শীতে বাড়ে দুর্ঘটনা", মালদায় রাস্তায় নেমে বাইক ধরপাকড় পুলিশ সুপারের