Malda: মালদা ইংরেজবাজারে বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য
Malda: ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে খুন করা হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ইংরেজ বাজারে। একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
![Malda: মালদা ইংরেজবাজারে বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য In Malda, there is a commotion around the bloody corpse of a young man in Bagbari area of English bazar Malda: মালদা ইংরেজবাজারে বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/26/2dbdc598094a839942cb094ae65c226d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ইংরেজবাজার থানা বাগবাড়ি এলাকার ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে খুন করা হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ইংরেজ বাজারে। আজ সকালে বাগবাড়ি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত যুবকের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।
এদিকে কোভিড বিধি নাগরিকরা মেনে চলছেন কিনা, তা দেখার জন্য লালবাজারের নির্দেশে আজ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাল পুলিশ। বিভিন্ন রাস্তার মোড়, বাজার, বাস, অটোয় সাধারণ মানুষ বা নিত্যযাত্রীরা করোনা বিধি মানচেন কি না, তা দেখা হয়। গড়িয়াহাট মোড়ে চালানো হয় অভিযান। মাস্ক না পরায় মহামারী আইনে আটক করা হয় কয়েকজনকে।
কয়েকজনকে বিধি অমান্যের কারণে পড়তে হয় পুলিশের শাস্তির মুখে। গড়িয়াহাট ছাড়াও অভিযান হয় চাঁদনি চক, বড়বাজার, শ্যামবাজার সহ বেশ কিছু জায়গায়। রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই রাতেও শহরে কড়াকড়ি শুরু করেছে পুলিশ। গতকাল কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে রাত এগারোটা থেকে নাকা চেকিং চালানো হয়।
সায়েন্স সিটি মোড়ে রাস্তার দুদিকেই গাড়ি ও বাইক ধরে ডিজ্ঞাসাবাদ করে পুলিশ। কী কারণে রাতে বাইরে বেরিয়েছেন? প্রগতি ময়দান থানার পুলিশ ও তিলজলা ট্রাফিক গার্ডের আধিকারিকরা পথে বেরনো মানুষজনের কাছে তা জানতে চান। পরীক্ষা করা হয় গাড়ির লাইসেন্স। উপযুক্ত কারণ দেখাতে না পারলে বিশেষ ধারায় মামলা রুজু করা হয়। অভিযান চলেছে দক্ষিণ ২৪ পরগনাতেও। রাজপুর-সোনারপুর পুরসভার ১৯টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশসান। সেখানে করোনা বিধি কার্যকর করতে তত্পর পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)