East Midnapur News: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
East Midnapur Septic Tank Accidental Death : নন্দীগ্রামের ভেকুটিয়ায় বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মর্মান্তিক দুর্ঘটনা !

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রামের ভেকুটিয়ায় বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত ২ আহত আরও ২ জন।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভেকুটিয়া গ্রামে।
কানাই জানা নামে এক ব্যক্তির বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ওই এলাকার মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানা কে ডাকা হয়েছিল।সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয় জানা। তাকে বাঁচাতে পরিবারের লোকজন ছুটে আসেন। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা-সহ পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা এবং ওই পরিবারের আত্মীয় মানাস গিরির মৃত্যু হয়েছে।বর্তমানে কানাই জানা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পরিবারের ১মহিলা অসুস্থ ছিলেন তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
অতীতে মর্মান্তিক ঘটনা ঘটেছিল দুর্গাপুর থানা এলাকায়। স্টিল টাউনশিপে মিষ্টির গোডাউনে গ্যাস লিক করে জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছিল। রাতে ৮ শ্রমিক ঘুমন্ত ছিলেন, তখনই গ্যাস লিক করে দুর্ঘটনা গ্যাসের জেরে অসুস্থ ৬ কর্মচারী। গোডাউনে দরজা ভেঙে সবাইকে উদ্ধার করা হয়েছিল। দুর্গাপুর থানা এলাকার স্টিল টাউনশিপে একটি মিষ্টির দোকানের পিছনে গোডাউনে ছিলেন কর্মচারীরা। সেখানে গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। সেই গ্যাসের সিলিন্ডার থেকে রাতের বেলায় গ্যাস লিক করে। বড়দিনের আগে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ওই কর্মচারীরা। এরপরেই অসুস্থ হয়ে পড়েন ৮ জন শ্রমিক। তাদের মধ্যে থেকেই একজন ফোন করে দোকান মালিককে জানায়। দোকান মালিক অন্যান্যদের খবর দিয়ে দরজা ভেঙে ভোরবেলার দিকে তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন, দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, 'কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুবিধা দেওয়া উচিত...'
মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ ২৪ পরগনা। সোনারপুর (Sonarpur) ব্লকের খেয়াদহ ২ পঞ্চায়েত ভগবানপুর এলাকায় একটি বরফ কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে বিপত্তি ঘটেছিল। চলতি বছরের মার্চ মাসে, হুগলিতে হিমঘর থেকে লিক করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছিল । তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে গিয়েছিল গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গ্যাসের তীব্রতা। ধনিয়াখালির দশঘড়া এলাকায় যে ঘটনায় তৈরি হয় তীব্র আতঙ্ক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল ধনিয়াখালি থানার পুলিশ ও দমকল বাহিনী। হিমঘরটি যে এলাকায় সেখানকার স্থানীয় বেশ কিছু বাসিন্দাকে এলাকা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।






















