Arjun Singh: অর্জুন সিংহ-র বাড়িতে বোমাবাজির জের, দোষী সাব্যস্ত ২ জনের কী সাজা NIA আদালতের ?
NIA Court On Arjun Singh Bomb Attack:অর্জুনের বাড়িতে বোমাবাজির মামলায় দোষী সাব্যস্ত ২ জনের কী সাজা ঘোষণা ?

উত্তর ২৪ পরগনা: ২০২১ সালের ৮ সেপ্টেম্বর, অর্জুনের বাড়ি মজদুর ভবনে বোমাবাজির অভিযোগ উঠেছিল।এবার সেই অর্জুন সিংহ-র বাড়িতে বোমাবাজির মামলায় সাজা ঘোষণা। দোষী সাব্যস্ত ২ জনের ১০ বছরের সাজা ঘোষণা NIA আদালতের। বিস্ফোরক আইনে দোষী সাব্যস্ত ২ জনের ১০ বছরের জেল।
অর্জুনের বাড়িতে বোমাবাজির মামলায় দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা
কিছু মাস আগেই উত্তপ্ত হয়েছিল জগদ্দল, অর্জুন সিংহ-র বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছিল। বাড়ি লক্ষ্য করে গুলিও চালানোর অভিযোগও তুলেছিলেন প্রাক্তন সাংসদ। গুলি চলার অভিযোগ খতিয়ে দেখে পুলিশ । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন অর্জুন সিংহ। 'মজদুর ভবন লক্ষ্য করে বোমা-গুলি-ইটবৃষ্টি। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পড়ে। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের। যদিও অভিযোগ উড়িয়েছিলেন সোমনাথ শ্যাম। 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, দাবি জগদ্দলের বিধায়কের।
অভিযোগ অস্বীকার করেছিল জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম
মূলত প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছিল। জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন মজদুর ভবন লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছিল বলেও দাবি প্রাক্তন সাংসদের। বোমার আঘাতে জখম হয়েছিলেন বলেও দাবি ছিল তাঁর। অভিযুক্ত ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের অনুগামীরা। অভিযোগ অস্বীকার করেছিল জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা
অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছিলেন তিনি। বোমাজাবিত অভিযোগ মানলেও গুলি চালনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল পুলিশ। অর্জুনের বাড়ির সামনে নেমেছিল র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে ট্যাগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজিকে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















