এক্সপ্লোর
Best SUVS India: বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
Cars : জানুয়ারির সেলস ডেটা বলছে, ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUVগুলির মধ্য়ে রয়েছে এই ৬ গাড়ির নাম। জেনে নিন, কোন কোম্পানির গাড়ি রয়েছে সবার ওপরে।
ভারতের সেরা কমপ্যাক্টে এসইউভি কোনটি ?
1/7

Cars : ভারতে অন্যান্য় গাড়ির তুলনায় বেড়েই চলেছে SUV সেলের সংখ্যা। জানুয়ারির সেলস ডেটা বলছে, ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUVগুলির মধ্য়ে রয়েছে এই ৬ গাড়ির নাম। জেনে নিন, কোন কোম্পানির গাড়ি রয়েছে সবার ওপরে।
2/7

মারুতি সুজুকি ফ্রংক্স ফ্রনক্স তৈরি করে ব্যালেনোর চেয়ে বেশি সাফল্য় পেয়েছে মারুতি। ভারতের বাজারে এর ডিজাইন একটি বড় হিট প্রমাণিত হয়েছে । এটি প্রতি মাসে প্রচুর বিক্রি হয়। Fronx-এর বিক্রি 15,192 ইউনিট ছাড়িয়ে গিয়েছে। এর স্ট্যান্ডার্ড 1.2l পেট্রোল হল Fronx-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া সংস্করণ, যখন Fronx-এ মারুতির টার্বো পেট্রোল সংস্করণও রয়েছে।
Published at : 16 Feb 2025 07:52 PM (IST)
আরও দেখুন






















