Malda News: মেয়ের বিয়ের সকালে আসার কথা ছিল পরিযায়ী শ্রমিক বাবার, ফিরল কফিনবন্দি দেহ !
Malda Migrant Worker Death In Punjub Accident: মেয়ের বিয়ের দিন বাড়িতে আসার কথা ছিল ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক বাবার। বাবা এলেন ঠিকই। কিন্তু কফিনবন্দি হয়ে, শাসকদলকে জোর নিশানা বিজেপির..
অভিজিৎ চৌধুরী, মালদা: মেয়ের বিয়ের দিন সকালে বাড়িতে আসার কথা ছিল পরিযায়ী শ্রমিক বাবার। কিন্তু ফিরল কফিনবন্দি দেহ ! পঞ্জাবে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু কুশিদার রাজমিস্ত্রির। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
মেয়ের বিয়ের সকালে ফিরল বাবার কফিনবন্দি দেহ !
কথা হয়েছিল মেয়ের বিয়ে হওয়ার। বিয়ের দিন বাড়িতে আসার কথা ছিল ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক বাবার। বাবা এলেন ঠিকই। কিন্তু কফিনবন্দি হয়ে ফিরলেন। কান্নায় ভেঙে পড়ল পরিবার-সহ গোটা গ্রাম। মালদার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল যেনও কিছুতেই থামছে না।এবার পঞ্জাবে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হকের। মৃত্যকালীন বয়েস হয়েছিল ৪৫ বছর।
পঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন আজিজুল, কী করে মৃত্যু ?
পঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন আজিজুল।গত পরশু কর্মস্থল থেকে মোটরবাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন।সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পাঞ্জাব পুলিশ দেহটি উদ্ধার করা ময়না তদন্তের জন্য পাঠায়। বুধবার সকালে আজিদুলের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফেরে।দেহ ফেরার অ্যাম্বুলেন্স ভাড়া প্রতিবেশীরাই চাঁদা তুলে জোগাড় করেন।
মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস তৃণমূলের সভানেত্রীর
আজিদুলের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। তার মধ্যে এক মেয়ের বিয়ের কথা ছিল এদিন।তাই আজিদুলের ফেরার কথা ছিল।কিন্তু তাদের বাবা এই ভাবে ফিরবেন ভাবতে পারেনি ছেলে মেয়েরাও।শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন ফেরার পর পরিবারের পাশে দাড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জন-প্রতিনিধিরা।মর্জিনা খাতুন ব্যক্তিগত ভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে।এছাড়াও সরকারি ২ লক্ষ টাকা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন, রাজ্যের এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, কমলা সতর্কতা হাওয়া অফিসের
পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ি তৃণমূলের সরকার : BJP
যদিও এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ,' পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ি তৃণমূলের সরকার। যারা রাজ্যে কর্মসংস্থান দিতে ব্যর্থ।' প্রসঙ্গত, কাজের অভাবে বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন বহু বঙ্গ সন্তান। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ভিন রাজ্যে পরিবারের অন্ন যোগাতে গিয়ে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার একাধিক পরিযায়ী শ্রমিক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Avijit malda