Malda: পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী মা ও মেয়ে
Malda News: সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন ভোররাতে মা ও মেয়ের মৃত্যু হয়।
করুণাময় সিংহ, মালদা: পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী মা ও মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার বিলায় কান্দরের মালিপাড়া এলাকায়। মৃতরা হলেন শ্রীদেবী হাজদা। তাঁর বয়স ৩০ বছর। মেয়ে মৌসুমী কিস্কু, তার বয়স ১০ বছর। পরিবারের রয়েছে তাঁর স্বামী ও এক ছেলে। স্থানীয় সূত্রে খবর, স্বামীর প্রতি অভিমানে বাড়ীতে থাকা কীটনাশক খেয়ে নেয় মা ও মেয়ে। এরপর স্বামী কাজ থেকে বাড়ি ফিরে দেখেন দুজনেই মাটিতে পড়ে রয়েছে। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন ভোররাতে মা ও মেয়ের মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা গ্রামে। এইদিকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
জয়নগরে প্রতিবেশীকে কুপিয়ে খুন
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) জয়নগরের (Jaynagar) দুর্গাপুরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। মৃতের নাম হজরত গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর কী ধরনের শত্রুতা ছিল, খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতিবেশীকে খুন করে, থানায় এসে আত্মসমর্পণ! এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ৮টা নাগাদ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর চল্লিশের হজরত গাজিকে। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়রা উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর ঘটনা সামনে আসতেই আচমকাই শাহিদুল্লা গাজি নামে এক ব্যক্তি থানায় এসে প্রতিবেশীকে কুপিয়ে খুন করার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ।
কিন্তু কী কারণে হজরতকে খুন করলেন শাহিদুল্লা? মৃতের দাদা বলেন, ''সকালে ভাই বাড়ি থেকে বেরোয়। দর্জির কাজ করে। তারপর হঠাৎ মৃত্যুর খবর পেলাম। কী কারণে বুঝতে পারছি না।'' যদিও পুলিশ সূত্রে দাবি, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র।