Malda News: কোভিডের গ্রাসে মেডিকেল কলেজের হস্টেল ! সংক্রমণ লাফিয়ে বাড়ল মালদায়
Covid 19 cases increases in Malda: করোনা সংক্রমণ উর্ধ্বমুখী মালদায়। মেডিকেল কলেজের হস্টেলেও করোনার থাবা। ভ্যাকসিন নিয়ে জরুরী বার্তা।
করুণাময় সিংহ, মালদাঃ করোনা সংক্রমণ (coronavirus Infection) উর্ধ্বমুখী মালদা জেলায় (Malda District)। গত চার দিনের মালদা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছে ৬৪ জন। বৃহস্পতিবার নতুন করে ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মালদা জেলায় ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর (District Health Department)। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনজন (Covid Patient in Malda Medical College)।
আরও পড়ুন, ১২ জুলাই দেওঘর বিমানবন্দর উদ্বোধন করবেন মোদি, পলকেই কলকাতা-ঝাড়খণ্ড সফর
মেডিকেল কলেজের হস্টেলে করোনা সংক্রমণ
মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মেডিকেল কলেজের হস্টেলে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। একজন পড়ুয়া সংক্রমিত হয়েছেন। মেডিকেল কলেজের পক্ষ থেকে আইসোলেশনে রাখা হয়েছে বেশ কয়েকজন পড়ুয়াকে। মালদা জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার মালদা জেলায় মোট ৯২ জনের লালা পরীক্ষা করা হয়েছিল। পজেটিভ হয়েছে ২০ জন। গত চারদিনে মালদা জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ জন।
চারদিনের করোনা পজেটিভ তালিকা
মালদা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে বর্তমানে করোনা টেস্ট তুলনামূলক অনেক কম হচ্ছে। মূলত যারা বাইরে থেকে আসছেন তাদেরই করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে মালদা জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনা টিকা যারা এখনো নেননি। তাদের দ্রুত টিকা নেওয়ার আবেদন জানানো হচ্ছে।
দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, 'গত দু-একদিন ধরে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে তিনজন রোগী ভর্তি রয়েছেন। নতুন করে আবার করোনা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। আমরা সাধারণ মানুষকে করোনা থেকে সচেতন থাকার জন্য বার্তা দিচ্ছি। করোনা বিধি মেনে চলার পাশাপাশি। যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, তাঁদের কাছে আবেদন দ্রুত সকলেই যেন ভ্যাকসিন গ্রহণ করেন। সমস্ত টীকা গ্রহণ কেন্দ্রে ভ্যাকসিন এখনও দেওয়া হচ্ছে।'