(Source: ECI/ABP News/ABP Majha)
Malda News: নদীতে স্নান করতে নেমে বিপত্তি, ভাগীরথীতে তলিয়ে গেল দুই বন্ধু
West Bengal News: নদীতে স্নান করতে গিয়েই হল বিপত্তি। মর্মান্তিক পরিণতি যুবকের। এখনও নিখোঁজ আরও এক যুবক।
করুণাময় সিংহ, মালদা: ভাগীরথী নদীতে স্নান করতে নেমে বিপত্তি। তলিয়ে গেল দুই বন্ধু। ঘটনা মালদার (Malda News) ইংরেজ বাজার থানা এলাকা। ইতিমধ্যেই একজনের দেহ উদ্ধার গিয়েছে। আরেকজনের খোঁজে চলছে তল্লাশি।
ভাগীরথীতে তলিয়ে গেল দুই বন্ধু: নদীতে স্নান করতে গিয়েই হল বিপত্তি। মর্মান্তিক পরিণতি যুবকের। এখনও নিখোঁজ আরও এক যুবক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার মহদিপুর বাজার এলাকায়। জানা যায় এদিন দুপুরে দেবাশিস মণ্ডল ও নবকুমার মণ্ডল দুই বন্ধু ভাগীরথী নদীতে স্নান করতে যায়। স্নান করার সময় তলিয়ে যায় তারা দুজনেই। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর দেবাশিসের দেহ উদ্ধার হলেও আরও এক বন্ধু এখনও নিখোঁজ। ২ যুবকের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।
এর আগে গত মাসে প্রতিমা বিসর্জন দিতে এসে আহিরিটোলা ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হয় দুই যুবকের (Kolkata Death News)। পুরুলিয়া শহরের নাপিত পাড়ার বাসিন্দা ছিল মৃত দুই যুবক। তাঁদের নাম সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিশাল বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ২৫-২৬ বছরের দুই যুবক দমদমে (Dumdum) থাকতেন। পুলিশ সূত্রে খবর মেলে, ঘটনা ৭ এপ্রিল রাত ৩টে নাগাদ। ওই সময় চার বন্ধু মিলে প্রতিমা বিসর্জন দিতে যান। হঠাৎই একজন পা পিছলে জলে পড়ে গিয়েছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেন আরও এক বন্ধু। জলের তোড়ে তলিয়ে যান আরেকজনও। দীর্ঘক্ষণ খোঁজার পরও তাঁদের হদিশ মেলেনি। শেষমেশ ভোরে গঙ্গায় ডুবুরি নামানো হয়েছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজনকে আহিরিটোলা ঘাট এবং আরেকজনকে কিছুটা দূরে ভূতনাথ ঘাট থেকে উদ্ধার করা হয়।
প্রায় প্রত্যেক মাসেই জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এর আগে মার্চ মাসে দোলের দিন দামোদর নদে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। জানা যায়, রং খেলে ৯ জন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় জলের তোড়ে ভেসে যায় দুই ভাই ওই একইদিনে কালনার জিউধারা এলাকায় জলে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।