Malda News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
![Malda News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় Malda News: uchha madhyamik candidates dead body found from house, know in details Malda News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/18/b59485e93d9b2add94d7176ead444166_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: উচ্চ মাধ্যমিক (Uchha Madhyamik 2022) পরীক্ষার্থী এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ (Dead Body) উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হব্বিপুর থানার ডুবাপাড়া এলাকায়। ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার-
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শম্পা হালদার। বছর সতেরোর শম্পা স্থানীয় আর এন রায় গার্লস স্কুলের ছাত্রী ছিল। চলতি বছরই সে উচ্চ মাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা দেয়। কিন্তু উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অকৃতকার্য হয় সে। এ বছর আর এন রায় স্কুল থেকে ১৮০ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৮০ জন পাস করছে। বাকিরা অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় পাস করানোর দাবিতে মালদা (Malda) বুলবুলচণ্ডী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। সম্প্রতি জেলা শিক্ষা দফতর ঘেরাও করেও তারা বিক্ষোভ দেখানো শুরু করে। ওই বিক্ষোভে সামিল ছিল মৃত ছাত্রী।
আরও পড়ুন - Malda: বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু কিশোরের, পরিবারে শোকের ছায়া
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারে পরিবারের বক্তব্য-
মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে পরিবারের সদস্যদের অলক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। এদিন তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তার দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলার অতিরিক্ত সুপার শাহ অমিত কুমার জানাচ্ছেন যে, প্রাথমিক তদন্তে তাঁরা অনুমান করছেন যে, ওই ছাত্রী আত্মহত্যা করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)