Malda: চারটে আগ্নেয়াস্ত্র সহ মালদায় এসটিএফের জালে ১
Malda News: সারা রাজ্যজুড়ে দুষ্কৃতী হামলা চলছে। বিভিন্ন জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়ছে প্রচুর দুষ্কৃতী। সেই মতোই মালদায় এসটিএফের জালে ধরা পড়ল দুষ্কৃতী।
করুণাময় সিংহ, মালদা: চারটি আগ্নেয়াস্ত্রসহ এক আন্তঃরাজ্য আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) কালিয়াচক থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খালতিপুর স্টেশন থেকে বিহারের মুঙ্গেরের বাসিন্দা ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। কালিয়াচকে আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রি করতে এসেছিল বলে এস পি এফ সূত্রে খবর পাওয়া গিয়েছে।
শহরে দিনে দুপুরে গুলি
দিনেদুপুরে চলল গুলি। বাঁশদ্রোণীর (Bansdroni) ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি। ব্যবসায়ী মলয় দত্তর (Moloy Dutta) ডানদিকে বুকের ওপরে কাঁধের নীচে গুলি লাগে। তাঁকে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur) ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ীর দাবি, এদিন সকালে তাঁর অফিসে আসেন প্রোমোটার বিশ্বনাথ সিং। ওই প্রোমোটারের কাছে আগে কাজ করতেন ওই ব্যবসায়ী। অভিযোগ, কেন কাজ ছেড়েছেন এই প্রশ্ন তুলে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই প্রোমোটার। কোনওক্রমে পালিয়ে অফিসের এক সহায়কের সাহায্যে অটোয় চড়ে হাসপাতালে আসেন গুলিবিদ্ধ ব্যবসায়ী। ব্যবসায়িক রেষারেষি নাকি পুরনো শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ।
ব্যবসায়ীর বাড়িতে অভিযানে গিয়ে তাণ্ডব: গাড়ি ব্যবসায়ীর বাড়িতে অভিযানে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ব্যবসায়ীর স্ত্রীকে মারধর, ভাঙচুর, টাকা লুঠেরও অভিযোগ। মালদার বৈষ্ণবনগরের শরিয়তটোলার ঘটনা। মারামারির ঘটনায় গাড়ি ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার অভিযানে যান বৈষ্ণবনগর থানার এএসআই নইমুদ্দিন শেখ।
নবদ্বীপে দুষ্কৃতী হামলা তৃণমূল নেতার ওপরে
এলাকার তৃণমূল কাউন্সিলর। আর তাঁর ওপরই এবার আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল। একদল দুষ্কৃতীর বিরুদ্ধে সেই তৃণমূল কাউন্সিলরকে হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত ১১.৪৫-এ। সূত্রের খবর, রবিবার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ফাসিতলা এলাকায় আহত সেই তৃণমূল নেতার ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমে ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে।