Malda: কুড়ি লক্ষ টাকা, ব্রাউন সুগার-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালায়।
করুণাময় সিংহ, মালদা: কুড়ি লক্ষ টাকা নগদ ও ব্রাউন সুগার-সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভিন জেলার গাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম, সুরেশ কুমার খারকা ছেত্রী (৪৬),ওম প্রকাশ ডাহান (৫০)। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেই সময় গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে।
স্বাভাবিক ভাবে পুলিশের ধারণা, শহরে প্রবেশের ক্ষেত্রে জেলার প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করলে তা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।সেই কারণে এই পাচারকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়কের পকেট রোড মালদা থানা নবাবগঞ্জ এলাকাতে ব্যবহার করে শহরে প্রবেশ করছিল। যদিও তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভিন জেলায়। মালদাকে করিডর করে তারা এই ব্রাউন সুগার পাচার করছিল। মনে করা হচ্ছে যে নগদ টাকা উদ্ধার হচ্ছে সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার টাকা রয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের জোড়া শ্যুটআউটকাণ্ডে রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর অস্ত্র উদ্ধার করল পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজা ওরফে সুমন সিংয়ের তিন শাগরেদকেও গ্রেফতার করেছে পুলিশ। জোড়া শ্যুটআউটকাণ্ডে এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। গতকাল রাতে মোটা রাজাকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় অস্ত্র। তোলা আদায়ের জন্যই গুলি চলে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
অভিযোগ, মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় পদ্মাবতী শ্মশানঘাটে চড়াও হয়ে দুষ্কৃতীরা এক শ্মশানযাত্রীর বুকে বন্দুক ঠেকিয়ে টাকা চায়। লোক জড়ো হওয়ায় শূন্যে এক রাউন্ড গুলি ছুড়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ।