Malda: আন্তঃরাজ্য বাইক পাচারকারী চক্রের পর্দাফাঁস মানিকচক থানার পুলিশের, গ্রেফতার ৩
পুলিশের দাবি, ঝাড়খণ্ড থেকে বাইক পাচার করে এরাজ্যে এনে বিক্রি করা হতো...
করুণাময় সিংহ, মানিকচক: বাইক পাচারকারী এক চক্রের পর্দাফাঁস করল মানিকচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মানিকচক থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে মানিকচক থানার আইসি জানিয়েছেন,মঙ্গলবার গভীর রাতে পুলিশ সূত্রে খবর পাওয়া যায়,পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে বাইক পাচার করে আনা হচ্ছে এই রাজ্যে বিক্রি করার উদ্দেশ্যে।
সেই খবর অনুযায়ী, অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। সেই অভিযান চালিয়ে মানিকচক ঘাট থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিনজনের মধ্যে ধৃত ওয়াসিম আলি ও আলমগির শেখ ধরমপুর গ্রামপঞ্চায়েতের যশরত টোলার বাসিন্দা এবং শেখ বশির ওরফে বয়সী কালিন্দ্রি রাজনগরের বাসিন্দা।
এর আগে, গতমাসের মাঝামাঝি ওড়িশা থেকে বাইক চুরি করে পূর্ব মেদিনীপুরে পাচার করার অভিযোগে ভিন রাজ্যের ২ যুবককে গ্রেফতার করেছিল এরাজ্যের পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া ১০টি বাইক।
কাঁথি থানা সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে কাঁথি শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে একাধিক বাইক চুরি যাচ্ছিল। বাইক চুরি যুবকদের ধরতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল কাঁথি থানার পুলিশের। এই ঘটনার সঙ্গে জেলায় বেশ কয়েকজন চক্র জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
কাঁথি থানার এক পুলিশ আধিকারিক জানান, চুরি চক্রের তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে মোটর সাইকেল গ্যারেজ হানা দেওয়া হয়। গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া তিনটি বাইক উদ্ধার করা হয়।
ঘটনা বেগতিক বুঝে গ্যারেজ ছেড়ে চম্পট দেয় মালিক সজল কামিলা। পুলিশের দাবি, কাঁথি সাতমাইল সারিয়া এলাকায় ওই মোটরবাইক গ্যারেজে চোরাই বাইকের নম্বর প্লেট বদল করার কাজ চলছিল।
বাইক চুরি পাচারের সঙ্গে পূর্ব মেদিনীপুরের বেশকিছু চক্র জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে। গ্রেফতার দুজন আন্তঃরাজ্য প্রচার চক্রের যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।