Malda News: মালদায় এবার পঞ্চায়েত অফিসে চুরি ! কী কী খোয়া গেল ?
Habibpur Police: খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে দেখে, কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী চুরি গেছে।
অভিজিৎ চৌধুরী, হবিবপুর (মালদা) : একের পর এক চুরি-ডাকাতির ঘটনা মালদায়। এবার পঞ্চায়েত অফিসে চুরি ! বুলবুলচণ্ডীতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার হবিবপুর থানার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসে চুরির (Theft at Panchayat Office) ঘটনা ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে দেখে, কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী চুরি গেছে।
হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। রবিবার সকালে এমন খবর সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গ্রাম পঞ্চায়েত অফিসে রাজমিস্ত্রির কাজ চলছিল। এদিন সকালে মিস্ত্রি কাজে এসে দেখেন, পঞ্চায়েত অফিসে লোহার গেট ভাঙা। খবর দেওয়া হয় আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মণকে। তিনি এসে খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে আসে হবিবপুর থানার পুলিশ। তারা গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে দেখেন কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী খোয়া গেছে।
প্রধান গায়ত্রী বর্মণ বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে চুরি গেছে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী। এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে। হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এর আগে হবিবপুরে ( Habibpur ) সোনার দোকানে ডাকাতির (Gold Shop Dacoity ) ঘটনায় আতঙ্ক ছড়ায়। অভিযোগ ওঠে, রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। তারপর ঘটে হাড়হিম করা ডাকাতির ঘটনা। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রাখা হয়। এরপর তাঁকে খুনের হুমকি ( Death Threat ) দেওয়া হয়। সোনার দোকানের শাটারের তালা ভেঙে ফেলা হয়। ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। আতঙ্ক ছড়াতে ডাকাতদল বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ।
মালদায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির রেশ কাটার আগেই জানুয়ারিতে কালিয়াচকে বেসরকারি আবাসিক স্কুলের কর্ণধার মহম্মদ উজির হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতরা। জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ১০ ভরি সোনা ও নগদ দেড়লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৭ জনের ডাকাতদল।