Malda : ''যতদিন রাস্তা সংস্কার না হবে ততদিন দিদির দূত ও নেতাদের গ্রামে ঢোকা নিষেধ''
Didir Doot : রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, ওঠে স্লোগান
করুণাময় সিংহ, ইংরেজবাজার : পুরাতন মালদার (Old Malda) পর এবার ইংরেজবাজার। 'দিদির দূত'-দের (Didir Doot) গ্রামে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে পড়ল পোস্টার। বেহাল রাস্তার অভিযোগে পোস্টার দেন গ্রামবাসী। তাতে লেখা, ''যতদিন রাস্তা সংস্কার না হবে, ততদিন 'দিদির দূত' ও নেতাদের গ্রামে ঢোকা নিষেধ''। গ্রামবাসীর নামে লেখা হয়েছে পোস্টার। রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, ওঠে স্লোগান।
ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার ঘটনা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বারবার পঞ্চায়েত অফিস থেকে জেলা প্রশাসন সমস্ত জায়গায় জানানোর পরেও কোনও কাজ হয়নি। সেই কারণেই এই পোস্টার দিয়েছেন তাঁরা। যাতে দিদির দূত এবং সমস্ত রাজনৈতিক দলের নেতা পঞ্চায়েত ভোটের আগে কেউ যাতে গ্রামে না আসেন, সেই কারণেই পোস্টার লাগিয়েছেন। এমনকী রাস্তায় টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভও দেখান। যদিও সমস্ত ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে বলে তৃণমূলের অভিযোগ। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে গেরুয়া শিবির।
বিক্ষোভ আগেও-
এর আগেও নেতা-মন্ত্রীরা গ্রামে ঢুকবেন না, লেখা দেখা যায় মালদায়। দেওয়াল লিখনে প্রতিবাদ জানান গ্রামবাসী। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জলের বারবার দাবি জানালেও, কোনও লাভ হয়নি। যদিও এক্ষেত্রে বিজেপির ষড়যন্ত্র, বলে অভিযোগ করে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের কেন ঢুকতে দেবেন গ্রামবাসী ? পাল্টা কটাক্ষ করে বিজেপি।
দিদির দূত ও নেতা-মন্ত্রী এই পাড়ায় ঢোকা নিষেধ। মালদার মঙ্গলবাড়িতে দেখা যায় এরকমই দেওয়াল লিখন ! দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে, দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত ! সাংসদ থেকে বিধায়ক, বাদ যাচ্ছেন না রাজ্যের মন্ত্রীও!! এই পরিস্থিতিতে, মালদার মঙ্গলবাড়ির পাশিপাড়া গ্রামের বাসিন্দারা দেওয়ালে লিখলেন, নেতা-মন্ত্রী এই পাড়ায় ঢোকা নিষেধ।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাস্তা বেহাল। পরিশ্রুত জলের কোনও ব্যবস্থা নেই। বারবার বলেও সমস্য়ার কোনও সুরাহা হয়নি। গ্রামবাসীদের সাফ কথা, শুধু ভোটের জন্য নেতা-মন্ত্রীরা আসুন, এটা তাঁরা চান না।
তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুর থেকে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন থেকে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। গত কয়েকদিনে, মালদা জেলাতেই ক্ষোভের মুখে পড়েছেন দিদির দূতেরা। এই পরিস্থিতিতে, এবার বাসিন্দাদের এহেন দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন ; 'গ্রামে ঢুকবেন না নেতা-মন্ত্রীরা' দেওয়াল লিখে প্রতিবাদ গ্রামবাসীদের