Malda Weather Forecast: শীত বিদায়ের পর এবার বসন্তের আগমনী, আজ কেমন থাকবে মালদার আবহাওয়া?
২০ ফেব্রুয়ারি মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)
২০ ফেব্রুয়ারি মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আজ সারাদিন মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। আগামী শনিবার অবধি মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া:
শীত বিদায়ের পর এবার বসন্তের আগমনী। জেলায় জেলায় হালকা শীতের আমেজ। কলকাতায় বেলা বাড়তেই কুয়াশা সরে গিয়ে পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন পারদ ঊর্ধ্বগামী হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ . ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে।
অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৫
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :
কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা ।
আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।
তথ্য সূত্র: mausam.imd.gov.in