Ladies Special Train: 'লেডিজ স্পেশ্যালে' এবার চড়তে পারবেন পুরুষ যাত্রীরাও ! বরাদ্দ তিনটি নির্দিষ্ট কামরা
Sealda Matrobhoomi Local: ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার থেকে কী কী জানানো হয়েছে? দেখে নিন সবিস্তারে।

Ladies Special Train: শিয়ালদা ডিভিশনের মাতৃভূমি ইএমইউ লোকালের বিশেষ কামরায় এবার থেকে যাত্রা করতে পারবেন পুরুষ যাত্রীরা। মাতৃভূমি ইএমইউ লোকাল মহিলা যাত্রীদের যাত্রার সুবিধার্থে চালু করা হয়েছিল। এমনিতে ১২ বগির লোকাল ট্রেনে, দুটো মহিলা কামরা থাকে। অফিস টাইমের ভিড়ে অনেক সময়েই মহিলাদের যাতায়াতের তাই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করতেই চালু হয়েছিল মাতৃভূমি লোকাল। সাধারণ বিভিন্ন শাখায় দিনে ২টো মাতৃভূমি লোকাল চলে। একটা সকালের দিকে। আরেকটি সন্ধের দিকে। এই মহিলা যাত্রীদের স্পেশ্যাল ট্রেনে এমনিতে পুরুষ যাত্রীদের যাতায়াত এতদিন বেআইনি ছিল। ধরা পড়লে ফাইনও দিতে হয়। তবে এবার শিয়ালদা ডিভিশনের মাতৃভূমি ইএমইউ লোকালের ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে নিয়মের।
ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অর্থাৎ পূর্ব রেলের সদর দফতরের তরফে জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের সুবিধার্থে এবং বর্তমানে কম যাত্রী নিয়ে চলাচলকারী মাতৃভূমি লোকালগুলির পূর্ণ ধারণ ক্ষমতার ব্যবহার সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিয়ালদা উত্তর ও মধ্য শাখার সব মাতৃভূমি লোকালের তিনটি কামরায় পুরুষ যাত্রী-সহ অন্যান্য সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এই শাখায় ট্রেন নম্বর ৩৩৪০১ / ৩৩৪০২ বারাসাত-শিয়ালদা-বারাসাত, ৩৩৮০১ / ৩৩৮০২ বনগাঁ-শিয়ালদা-বনগাঁ, ৩১৬০১ / ৩১৬০২ রানাঘাট-শিয়ালদা-রানাঘাট, ৩১৮০১ / ৩১৮০২ কৃষ্ণনগর সিটি জং- শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জং - এই ট্রেনগুলিতে পাওয়া যাবে সুবিধা। শিয়ালদা প্রান্ত থেকে চতুর্থ, পঞ্চম, এবং ষষ্ঠ কামরায় পুরুষ যাত্রী এবং অন্যান্য সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারবেন। উল্লিখিত সব ট্রেনগুলিই মাতৃভূমি লোকাল। এইসব লোকাল ট্রেনের ওই নির্দিষ্ট তিনটি ইএমইউ কামরায় পুরুষ যাত্রীরা এবং অন্যান্য সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
এর পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখার মাতৃভূমি লোকালগুলিতেও বিশেষ কামরায় পাওয়া যাবে যাতায়াতের এই সুবিধা। ট্রেন নম্বর ৩৪৫০১ / ৩৪৫০২ - শিয়ালদা-ক্যানিং-শিয়ালদা, ৩৪৬০১ / ৩৪৬০২ - শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা - এই দুই মাতৃভূমি লোকালেরও শিয়ালদা প্রান্ত থেকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ কামরায় পুরুষ যাত্রীদের সঙ্গে অন্যান্য সাধারণ যাত্রীরাও যাতায়াত করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যেই শিয়ালদা শাখার সব মাতৃভূমি লোকাল এবং অন্যান্য ইএমইউ ট্রেনের পরিষেবা ৯ কামরা থেকে বাড়িয়ে ১২ কামরা করা হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ এখন যাতায়াত করতে পারেন। এমনিতেও শিয়ালদা শাখার বিভিন্ন ট্রেন লাইনেই প্রচুর সংখ্যক যাত্রীরা যাতায়াত করেন। শুধু অফিস টাইম নয়, অন্য সময়েও বেশ ভিড় থাকে ট্রেনে।






















