Bhangar News: 'ক্যানিংয়ের হার্মাদের কথায় কিছু দুষ্কৃতীরা এসে আমাদের ওপর আক্রমণ করে', নিশানা হাকিমুলের
ABP Ananda Live: 'গতকাল জেলাসভাপতির বাড়িতে একটা মিটিং হয়, কাইজার সাহেব থেকে শুরু করে সবাই ছিল। সেই মিটিং করে বাড়ি আসার পর ভাঙড় ২নং ব্লকের কর্মাধ্যক্ষ তৃণমূলের প্রত্যন্ত নেতা তাঁর বাড়িতে এক হার্মাদ আছে ক্যানিংয়ের। সেই হার্মাদের কথায় কিছু দুষ্কৃতী রাত্রিবেলায় হামলা করে । সেই হার্মাদের কথা কিছু দুষ্কৃতীরা এসে আমাদের ওপর আক্রমণ করে। আমাদের ধাওয়া করে এসে আক্রমণ করে একটি পাম্পের সামনে'। বললেন হাকিমুল ইসলাম।
SIR ইস্যুতে 'অনিয়ম'-এর অভিযোগ, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়
SIR ইস্যুতে এবার 'অনিয়ম'-এর অভিযোগ উঠল। এই নিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ''এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও BLA-দের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না। শুনানিতে BLA-দের অনুপস্থিতি SIR-এর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই SIR চলছে। এই সব অনিয়ম, খামতি দূর না করলে গোটা SIR প্রক্রিয়া ব্যর্থ হবে। এই ভাবে SIR চলতে থাকলে অপূরণীয় ক্ষতি হতে পারে।''
এর আগে বড়জোড়ার সভা থেকে শাহকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে বলে দাবি করেছিলেন তিনি। মমতা বলেছিলেন, "রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল, 'ইস বার ২০০ পার'। পগার পার হয়ে গিয়েছে। এবার করছে SIR। এত মানুষের মৃত্যু, ৫৮ থেকে ৬০ জন। ৯৬ বছরের মানুষকেও ডেকে পাঠাচ্ছে! জীবনে মা-বাবাকে সম্মান জানাওনি, বয়স্কদের সম্মান জানাবে কী করে? লজ্জা করে না! শুধু তুমি খাবে, তোমার ছেলে খাবে।"




















