Mamata Banerjee: 'বাংলা বললেই বাংলাদেশির তকমা' প্রতিবাদে আজ পথে মমতা-অভিষেক, কখন শুরু, কোন রুটে মিছিল?
Mamata Banerjee Rally : বাংলা বললেই বাংলাদেশির তকমা। আবেগ-অস্ত্রে আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা হাঁটবেন মমতা-অভিষেক।

সুকান্ত মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : কখনও দিল্লি, কখনও ওড়িশা, বাংলা ভাষায় কথা বলার শাস্তি!
কোথাও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, তো কোথাও সটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে! কেউ আবার হেনস্থার শিকার হয়ে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন!গত কয়েকদিনে বারবার এই ছবি উঠে এসেছে বিভিন্ন রাজ্য থেকে। বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা বনাম বাংলাদেশিদের অনুপ্রবেশ! এনিয়েই আপাতত তোলপাড় চলছে রাজ্য় রাজনীতিতে। এই আবহেই ২১ জুলাইয়ের আগে, ১৬ জুলাই , বুধবার, রাজপথে মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আজকের এই মহামিছিল। ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ২ কিলোমিটার রাস্তা হাঁটবেন মুখ্যমন্ত্রী। তারই প্রস্তুতি চরমে। সপ্তাহ ঘুরলেই শহিদ দিবসের মহাসমাবেশ তৃণমূলের। তার আগে এই 'বাঙালি হেনস্থার' প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পথে-নামাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে এই মিছিলকে 'বাঙালিপ্রীতি নয়, বাংলাদেশী প্রীতি' বলে কটাক্ষ করছে বিজেপি।
মুখ্যমন্ত্রীর মিছিল শুরু দ্বিপ্রহরে। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে বউবাজারের নির্মলচন্দ্র দে স্ট্রিট, সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পৌঁছবে। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ধর্মতলা চত্বরে যানজটের আশঙ্কা। লালবাজার সূত্রে খবর, পরিস্থিতি বুঝে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। শিয়ালদামুখী গাড়িগুলিকে মহাত্মা গান্ধী রোড থেকে এজেসি বোস রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সকাল থেকেই মিছিলের জন্য তৈরি হচ্ছে মহানগর। গোটা যাত্রাপথে থাকবে কড়া নিরাপত্তা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তার দু’পাশে মোতায়েন থাকবেন দেড়হাজার পুলিশকর্মী । একজন অ্যাডিশনাল কমিশনারের নেতৃত্বে নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকবেন ২ জন যুগ্ম কমিশনার ও ৬ জন ডেপুটি কমিশনার।
অন্যদিকে মঙ্গলবারই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজোর মধ্য দিয়ে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু করেছে তৃণমূল। সোমবার তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি, শহিদ দিবস! কিন্তু তার আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ জুলাই অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন নরেন্দ্র মোদি। বছর ঘুরলে বিধানসভা ভোট।
কিন্তু তার বহু আগে থেকেই, কে কত আগে ময়দানে নেমে পড়তে পারে, তা নিয়ে তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্য়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেল।






















