Mamata Banerjee on Amit Shah: 'ছেলে ICC সভাপতি, পরিবারের কতজন IPS, IAS?', শাহকে তীক্ষ্ণ আক্রমণ মমতার
Mamata Attacks Shah: তাঁর ছেলে জয় শাহের আইসিসি বোর্ড সভাপতি হওয়ার প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো অমিত শাহকে বিঁধলেন।

কলকাতা: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে শেষ ২৮ অগাস্ট হওয়ায়, এই দিনের তাৎপর্য অনেকাংশেই বৃদ্ধি পায়। প্রতি বছরের ন্যায়, এবারও মেয়ো রোডে শাসক দলের ছাত্র সংগঠনের বিশেষ দিনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অভিষেক বন্দোপাধ্যায় তো ছিলেনই, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মমতা বন্দোপাধ্য়ায় (Mamata Banerjee)। আর ২৮ অগাস্টের এই মঞ্চ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে (Amit Shah) আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী।
অমিত শাহকে পরিবারতন্ত্র নিয়েই খোঁচা দেন মমতা। তাঁর ছেলে জয় শাহের (Jay Shah) আইসিসি বোর্ড সভাপতি হওয়ার প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, 'পরিবার তন্ত্র করেন না। অমিত বাবু আপনার ছেলে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের সভাপতি। এটা পরিবারতন্ত্র নয়? রাজনীতি করলে তো কিছুই নেই। এটা হাজার, হাজার, লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্য়ে আইএস, আইপিএস পদে আছেন? আপনি তাদের কাজে লাগিয়ে ললিপপ চালাচ্ছেন? ১৮ বছর বয়সি নতুন ভোটারদের আমরা ললিপপ নয়, অধিকার দিই। আপনাদের জোর জুলুম বাংলা মানছে না, মানবে না।'
এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী হুঙ্কার ছাড়েন, পরবর্তী নির্বাচনে তাঁর দলের সিট আরও বাড়বে। তিনি যোগ করেন, 'আপনারা ১ হলে, আমরা ১০০। বিনা যুদ্ধে ১ ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস। কারও সাহায্য় ছাড়া এই দল তৈরি হয়েছিল মানুষের আর্শীবাদে, দোয়ায়। আগামী ভোটে সিট আরও বড়বে। কারণ আমরা মানুষের উন্নয়ন করি এবং করে যাব। আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন। বাংলাদেশি আখ্য়া দিয়ে গরীব মানুষদের ওপর অত্যাচার করেন। আর আমি এই গরীব মানুষরাই আমার মেধা, তাঁদের আমি ভালবাসি। আমি কোনও জাতপাত মানি না।'
এদিন তিনি আরও বলেন, 'এত বিরোধিতা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে ৫ গুন। ২০১৩ থেকে ২০২৩-এর মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার ওপরে নিয়ে এসেছি। শীঘ্রই সংখ্যাটা ২ কোটি হয়ে যাবে।'
তবে অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ করলেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে নরেন্দ্র মোদিকে নিয়ে তেমন কিছুই শোনা যায়নি। এটা তাঁর কৌশল বলেই মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন , 'অমিত শাহের প্রতি গরম? নরেন্দ্র মোদির প্রতি নরম? এটাই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কৌশল?'






















