Mamata Banerjee: 'যোগ্য লোকদের ৬০-এ বিদায় দিই না', মন্তব্য মমতার! কাকে বার্তা?
TMC Old-Young Controversy: রবিবার বয়স-বিতর্কে অবস্থানে অনড় থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই গঙ্গাসাগরের অনুষ্ঠানে বয়স নিয়েই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: তৃণমূলে বয়স বিতর্কের মধ্যেই আমলাদের প্রসঙ্গ টেনে ফের প্রবীণদের হয়ে ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পৈলানের জনসভায় বয়স-বিতর্কে নিজের অবস্থানে অনড় থেকে ফের স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যয়। আর সোমবারই গঙ্গাসাগরের অনুষ্ঠানে বয়স নিয়েই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর বক্তব্যের মাঝে বলেন,'বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুবসত্য়।' আর আজ মমতা বন্দ্য়োপাধ্যায় বললেন, 'আমরা যোগ্য লোকদের ৬০ বছরে বিদায় দিই না। আমরা তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাই।' হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বার্তা মুখ্যমন্ত্রীর
সম্প্রতি মুখ্যসচিব পদ থেকে অবসরগ্রহণের পরে হরিকৃষ্ণ দ্বিবেদীকে আর্থিক উপদেষ্টা পদে বসিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পরে আলাপন বন্দ্যোপাধ্যায়কে তাঁর মুখ্য উপদেষ্টা পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে WEBEL-এর চেয়ারম্যানের দায়িত্বেও আসেন তিনি।
এর আগেও দলের নতুন ও পুরনো সবাইকে নিয়ে চলার কথা বলেছিলেন মমতা। সম্প্রতি একটি সভা থেকে তিনি বলেছিলেন, 'পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। আমার দুই চালকেই দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার'
সম্প্রতি তৃণমূলে (TMC) প্রবীণ ও নবীন দ্বন্দ্বের সমস্যা বারবার প্রকাশ্যে এসেছে। তা নিয়ে প্রকাশ্যে বাগযুদ্ধে জড়িয়েছেন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক-সাংসদ। সেই তালিকায় রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ এবং আরও অনেক।
রবিবার নিজের অবস্থানে অনড় থেকে পৈলানের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'হ্যাঁ আমি বলেছি যে, বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি দুই মাস-আড়াই মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল ৩৬। আমি পারব রাস্তায় থাকতে আড়াই মাস, আমার ৭০ বছর বয়স হলে? পারব না। এটা সত্যি কথা। এটা আপনাকে মানতে হবে।' তিনি আরও বলেন, 'আমার কর্মক্ষমতা আজ যা, ৫৬-য় একটু হলেও তো কমবে। আজকে আমার ৩৬-৩৭ বছর বয়স। ২০ বছর পর আমার কর্মক্ষমতা হয়তো একটু কমবে। ৩০ বছর পর আরও কমবে। ৪০ বছর পর আরও কমবে। আরে, এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কী আছে!'
রবিবার অভিষেকের এই বক্তব্যের পরেই সোমবার মমতার এমন মন্তব্য কী কোনও বার্তা? চলছে জল্পনা।
আরও পড়ুন: পুরনো মামলায় নিশানায় শাহজাহান! হাইকোর্টে মামলা শুভেন্দুর