Mamata Banerjee: সরকারি অফিসারদের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, দিলেন চরম হুঁশিয়ারি
Mamata Banerjee on Govt Officials: সরকারি অফিসারদের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সুমন ঘরাই ও সৌমিত্র রায়, কলকাতা: সরকারি অফিসারদের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) সূত্রে দাবি, বৃহস্পতিবার এক বৈঠকে তিনি বলেন, কিছু অফিসারের অসহযোগিতার জন্য সরকারের মুখ পুড়বে কেন?
নিয়োগ থেকে রেশন, গরু থেকে কয়লা, একের পর এক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে শাসক দল। এরই মধ্যেই বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে সন্দেশখালি। যেখানে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সরকারি অফিসারদের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে দাবি, বৃহস্পতিবার এক বৈঠকে তিনি বলেন, কিছু অফিসারের অসহযোগিতার জন্য সরকারের মুখ পুড়বে কেন? এসব বরদাস্ত করব না। দরকার হলে, ২ বছরের বেশি কোনও পোস্টে রাখব না। এভাবে চলতে পারবে না।
সন্দেশখালিকাণ্ডকে হাতিয়ার করে, তৃণমূল সরকারকে আদিবাসী-বিরোধী বলে আক্রমণ করেছে বিরোধীরা। এই আবহে আদিবাসীদের নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, বৈঠকে তিনি বলেন, সরকার আদিবাসীদের পাশে আছেন। সব রকম সাহায্য করতে, সরকার সব সময় পাশে থাকবে। জাতিগত সার্টিফিকেট পেতে কোনও অসুবিধা হলেও তিনি জানাতে বলেন।
বিরোধীরা যখন একযোগে সন্দেশখালি নিয়ে সরব, তখন তৃণমূল পাল্টা অস্ত্র করেছে চোপড়ায় ৪ শিশুমৃত্যুর ঘটনাকে। এই মৃত শিশুদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এনিয়ে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরের কাজ নিয়েও এদিন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে দাবি, নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আপনাদেরও গাফিলতি আছে।
তারপরই আবার মুখ্যমন্ত্রী বলেন, আপনারাই বা কী করবেন! কোর্টে তো সব আটকে যাচ্ছে। নিয়োগ করতে গেলেই কোর্টে চলে যাচ্ছে। এরকম হলে দরকার হয়, প্যারাটিচার নিয়ে নিন আপাতত দরকার মতো।
আরও পড়ুন, খেলার মাঠের পর সন্দেশখালিতে গ্রামবাসীদের জমিও ফেরত, উদ্যোগ নিল প্রশাসন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে