Sandeshkhali Land Controversy: খেলার মাঠের পর সন্দেশখালিতে গ্রামবাসীদের জমিও ফেরত, উদ্যোগ নিল প্রশাসন
সন্দেশখালিতে গত ২ দিন প্রশসানের তরফে ক্যাম্প করা হয়। সেই সময়ই একাধিক অভিযোগ জমা পড়েছিল।
পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali) খেলার মাঠ ফেরানোর পর এবার গ্রামবাসীদের জমিও ফেরত দিল প্রশাসন। গ্রামবাসীদের থেকে জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ শিবু হাজরার বিরুদ্ধে। ৯ গ্রামবাসীকে জমি ফেরাল প্রশাসন।
সন্দেশখালিতে গত ২ দিন প্রশসানের তরফে ক্যাম্প করা হয়। সেই সময়ই একাধিক অভিযোগ জমা পড়েছিল। এও বলা হয়, জোর করে জমি নিয়ে মাছের ভেড়ি করা হয়েছে। লিজের নামে জমি নিয়ে ভেড়ি হয়েছে, এও অভিযোগ করা হয়েছে। বিডিও অফিসের টিমও যায় অভিযোগের সত্যতা যাচাই করতে। এর পরই আজ গ্রামবাসীদের জমি দেওয়ার কাজ শুরু করল।
মাঝের পাড়ায় ক্যাম্পে ৩৩ টি জমি সংক্রান্ত অভিযোগ ৯ জনকে জমি ফেরানো হয়েছে। প্রশাসন, পুলিশ সঙ্গে থেকে ফিরিয়ে দিয়েছে। বাকি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জমির দাগ নম্বর দেখে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ দেখে জমি ফেরত দেওয়া হবে বলে জানান হয়েছে।
এদিকে, DG সন্দেশখালি ছাড়ার পরেই এবার পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন। ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ লেখা দেওয়ালে পড়ল চুনকামের প্রলেপ। উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও বসিরহাট পুলিশ জেলার এসপি। মাঠ ফিরিয়ে ফুটবল খেললেন বিধায়ক, হল বৃক্ষরোপণও।
আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি
ঋষি অরবিন্দ মিশন ময়দান নামে যে ময়দান পরিচিত ছিল এলাকাবাসীর কাছে, তা দখল করে নেয় শেখ শাহজাহান বাহিনীরা। এই অভিযোগ ওঠে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে যে শাহজাহান ফ্যান ক্লাব নাম দেওয়া হয়, যে গেট ছিল, সেই গেটে তালাচাবি দেওয়া ছিল, সেখানে রং করে নাম মোছা হচ্ছে।
শুধু জমি-জমা সংক্রান্ত অভিযোগ, বা কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ নয়, শিবু-উত্তমদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই নতুন নতুন অভিযোগ সামনে আসছে। এর আগে সন্দেশখালিতে বিডিও অরুণকুমার সামন্ত বলেন, 'আজকে এখনও ২০০-র উপরে অভিযোগ পড়েছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি। ঊর্ধবতন কর্তৃপক্ষকে জানাবো।'