Mamata Banerjee: 'যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সে অ্যারেস্ট হবে', দখলদারি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee on Hawker Eviction:হকার নেতা, পুলিশকে হকারদের থেকে টাকা তোলা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিয়ম মেনে হকারদের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।
কলকাতা: কলকাতা এবং অন্য শহরগুলির রাস্তা দখল, সরকারি জমি দখল, ফুটপাত দখলের মতো ঘটনায় স্থানীয় নেতা-কর্মী এবং পুলিশের একাংশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে এই দখলদারি মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার নবান্নে মিটিংয়েও কার্যত রণংদেহী মেজাজে তিনি। হকার থেকে নেতা, পুলিশ থেকে কাউন্সিলর- নিয়ম ভাঙলে গ্রেফতার করার হুঁশিয়ারিও দিয়েছেন।
প্রথমবার মমতার (Mamata Banerjee) তোপের পরেই হকার উচ্ছেদ নিয়ে সক্রিয় হয়েছিল পুলিশ। এদিন মমতা স্পষ্ট জানিয়েছেন তিনি হকারদের বিরুদ্ধে নন। টাকা নিয়ে যে কোনও জায়গায় যে কোনও ভাবে, লাগামহীনভাবে ডালা বসিয়ে দেওয়া আটকাতে হবে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি হকারদের জন্য স্পষ্ট নীতি নেওয়ার কথাও বলেছেন তিনি। হকারদের একটা সিস্টেমের মধ্যে আনা, বিভিন্ন জায়গায় হকার স্টল বসানোর কথা জানিয়েছেন তিনি। এদিন তাঁর হুঁশিয়ারি, যেখান থেকে তোলা হয়েছে নতুন করে সেখানে হকার যেন না বসানো হয়। ডিএম, নেতা বা পুলিশ কেউ সেই চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'রাস্তাটা দখল হয়ে গিয়েছে, এতে আমাদের কাউন্সিলরদের অনেক দোষ রয়েছে। তারা ভাবে দিয়ে দিলাম, কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম- না তা হবে না। ডাল-ভাত-মাছ-তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কী লাগে?...মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য।' হকার নেতা, পুলিশকে হকারদের থেকে টাকা তোলা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মমতার তোপ, 'স্থানীয় নেতা-পুলিশ সবচেয়ে বেশি দায়ী। প্রথম বসাচ্ছেন তারপর বুলডোজার দিয়ে ওঠাতে যাচ্ছেন। আমি এটা মানি না। আমি সবচেয়ে বেশি যেটা মানি সেটা হল প্রথম থেকেই আটকাতে হবে।' স্থানীয় কাউন্সিলরদেরও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার তোপ, 'যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সে কাউন্সিলর অ্যারেস্ট হবে।'
তাঁর আরও তোপ, 'হকারদের জন্য পুরো ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। হকারের স্টলের পাশে গো-ডাউন বানিয়ে ফেলা হচ্ছে। এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে। হকার নেতারা চাঁদা তুলে ইচ্ছেমতো ডালা বসাবেন না। পুলিশ ও হকার নেতারা চাঁদা তোলা বন্ধ করুন', নির্দেশ মুখ্যমন্ত্রীর।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?