(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee : ভোট-হিংসায় মৃতের সংখ্য়া নিয়ে তৃণমূলে দ্বিমত , সংখ্য়ায় ভিন্নসুর মমতা-অভিষেকের
' প্রিপোলে আজ পর্যন্ত মোট ২৯ জন মারা গেছে। তার মধ্য়ে ১৮ জন তৃণমূলের কর্মী।' বললেন মমতা
সুকান্ত মুখোপাধ্য়ায়, হিন্দোল দে ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : পঞ্চায়েত ভোট পর্বের হিংসায় মৃতের সংখ্য়া কত? তা নিয়ে কার্যত দ্বিমত তৃণমূলের অন্দরেই! সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে যে মৃতের সংখ্য়া শোনা গেছিল, একুশে জুলাইয়ের মঞ্চে তার থেকে আলাদা পরিসংখ্য়ান শোনা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। যা নিয়ে সুর চড়াতে দেরি করেনি বিরোধীরা।
মমতা বন্দ্য়োপাধ্য়ায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বলেন, ' প্রিপোলে আজ পর্যন্ত মোট ২৯ জন মারা গেছে। তার মধ্য়ে ১৮ জন তৃণমূলের কর্মী।'
পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' মিথ্য়াবাদী মুখ্য়মন্ত্রী। সত্য় চাপা দিচ্ছেন। তৃণমূলের যে ১৮ জন মারা গেছেন বলছেন, ওরা খুন হননি। বোমা বাঁধতে গিয়ে খুন হয়েছে।'
পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরুর দিন থেকে ভোট মেটার পর অবধি, হিংসার বলি হয়েছেন বহু মানুষ। যার মধ্য়ে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক কর্মী যেমন রয়েছেন, তেমন রয়েছেন নিরীহ সাধারণ মানুষও। মৃতের সংখ্য়া যত দীর্ঘ হয়েছে, ততই চড়েছে রাজনৈতিক তরজার পারদ। কিন্তু, এবার ভোট হিংসায় মৃতের সংখ্য়া নিয়ে তৃণমূলের অন্দরের মতভেদই সামনে চলে এল! সম্প্রতি এসএসকেএমে ভোট হিংসায় আহতদের দেখতে গিয়ে মৃতের সংখ্য়া নিয়ে মুখ খোলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে আবার শোনা গেল অন্য় সংখ্য়া। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন বলেন,' তৃণমূলের ১৮ জন, সিপিএমের ৩ জন, বিজেপির ৩ জন খুন। বাদবাকি আদার্স।'
শুধু ভোট হিংসায় মৃতের সংখ্যা নিয়ে নয়, মণিপুর পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি আরও বলেন, 'কতদিন মা-বোনেরা জ্বলবে? কতদিন মানুষ মরবে? আপনারা মানুষ মারার সওদাগর। জুলুম করেন। মনে রাখবেন, মণিপুর আমরা ছাড়ব না।'
পাল্টা দিলীপ ঘোষ বলেন, ' উনি মোদিজিকে মানুষ মারার সওদাগর বলেন। যে মোদি সারা ভারতে যে সন্ত্রাস চলছিল, ৯ বছরের রাজত্বে বন্ধ করেছেন। সারা ভারতে বোমা বনদুক নেই, গুলি নেই। আর যে মমতার রাজনৈতিক হাতিয়ার সন্ত্রাস। বাড়িয়ে যাচ্ছেন। তারপর মোদির দিকে আঙুল তুলছেন। আগে পশ্চিমবঙ্গের দিকে তাকান'
বিজেপি শাসিত মণিপুরের অশান্তি নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আরও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial