Mamata Banerjee Dharna Live: 'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই'
TMC: রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Background
কলকাতা : রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী দোলা সেন। রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে।
বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি ছিল। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । বকেয়া ডিএ-র ( DA ) দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন ( DA Agitation ) পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ।
Mamata Banerjee Live: 'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই'
'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই। আমরা যোগ্য় জবাব দিতে জানি, রেড রোডের ধর্নায় হুঙ্কার মমতার। আমরা সবাইকে নিয়েই চলি, আমরা তো কাউকে অপমান করি না।'
Mamata Banerjee: 'বাংলার স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, বারবার কাগজ দিয়েছি'
'বাংলার স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, বারবার কাগজ দিয়েছি। কতবার যাব? আমরা কি আপনাদের চাকর, নাকি দাস? ১০০ দিনের কাজ করিয়ে টাকা দিল না। ৭ দিনের মধ্য়ে টাকা দেওয়া বাধ্য়তামূলক, তাও দিল না।'






















