Mamata Banerjee: 'কেন সক্রিয় ছিল না পুলিশ?' কালিয়াগঞ্জকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ
Mamata on Kaliaganj Case: কেন পুলিশ সক্রিয় ছিল না? কেন ঘটল এমন ঘটনা?' নবান্নে রাজ্য পুলিশের ডিজি-কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলকাতা: কালিয়াগঞ্জকাণ্ডে (Kaliaganj) ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি (DG)-কে ভর্ৎসনাও করেন তিনি। 'কেন সক্রিয় ছিল না পুলিশ? গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? কেন পুলিশ সক্রিয় ছিল না? কেন ঘটল এমন ঘটনা?' নবান্নে রাজ্য পুলিশের ডিজি-কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, এমনটাই খবর সূত্রের। পুলিশের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশও এদিন দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি নবান্নের এই বৈঠক থেকে মমতা বলেন, 'কালিয়াগঞ্জকাণ্ডে তাণ্ডব চালিয়েছে বিজেপি। গুন্ডামি, জহ্লাদগিরি করেছে, পুলিশের মেয়েদের উপরেও হামলা হয়েছে। পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছি। মৃতদেহ এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি, কিন্তু পাথর ছোড়া হচ্ছিল। এবার থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য থানায় ব্যাগ দেওয়া হবে', হামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
কালিয়াগঞ্জে নাবালিকার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে রবিবার জানানো হয়েছে পুলিশের তরফে।কিন্তু পুলিশের সেই দাবি প্রথম থেকেই মেনে নিতে পারেনি মৃতার পরিবার। এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃতার বাবা।
কালিয়াগঞ্জের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সোমবার, হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলার অনুমতি দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মৃতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানানো হয়। ১ কোটি টাকা আর্থিক সাহায্যের দাবিও জানান মামলাকারী। নাবালিকার দেহ উদ্ধারের পরদিন পুলিশের তরফ থেকে দাবি করা হয় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার।
আরও পড়ুন, শনির বক্রী যোগ, বড়ঠাকুরের আশীর্বাদে শূন্য থেকে পূর্ণ হবেন এই রাশির জাতকরা
কালিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে দিল্লি-সফর কাটছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্য়পাল। রাজভবনের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জের ঘটনা সম্পর্কে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। রাজ্যের তরফে কী পদক্ষেপ করা হয়েছে রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যসচিব। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন রাজ্য পুলিশের ডিজি। রাজ্যপাল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গেও কথা বলেছেন। পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে তাঁর কর্মসূচি স্থগিত রেখে রাজ্যপাল ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।






















