Mamata Banerjee : তুলে ধরলেন বাংলা মডেল ! বিজেপি সরকারকে ত্রিপুরায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ মমতার
'ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন'। বাংলা মডেলকে সামনে রেখে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, কলকাতা : বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় হাইভোল্টেজ মিটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । ত্রিপুরার মানুষের সামনে তুলে ধরলেন বাংলা-মডেল। বাংলার একের পর এক প্রকল্প ও উন্নয়নের চিত্র সামনে রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সে-রাজ্যের সরকারের দিকে। বিজেপি-বাম-কংগ্রেসকে আক্রমণ করলেন একসঙ্গে।
' বাংলা অনেক এগিয়ে গিয়েছে'
ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ' বাংলা অনেক এগিয়ে গিয়েছে'। সেই সঙ্গে তিনি বললেন, 'ভোটের আগে যা বলেছি, করে দেখিয়েছি। বাংলায় সরকার মানুষের দুয়ারে এসে ক্যাম্প করছে'। সে সঙ্গে তিনি তুলে ধরলেন বাংলার শিক্ষাব্যবস্থার কথা। বললেন তাঁর সরকার ছাত্রছাত্রীদের জন্য আগাগোড়া নানা প্রকল্পের সুবিধে দিচ্ছে। এমনকী সরকারের দেওয়া ক্রেডিট কার্ড নিয়ে বিদেশেও পড়াশোনা করতে যেতে পারেন তাঁরা। 'বাংলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা নিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন' বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল আমলে মেডিক্যাল কলেজও তৈরি হয়েছে অনেক, দাবি বাংলার মুখ্যমন্ত্রীর। এছাড়া বাংলার স্বাস্থ্যব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, 'বাংলায় মেডিক্যাল কলেজে যান, চিকিৎসার পয়সা লাগে না। বাংলায় ফেয়ারপ্রাইস মেডিক্যাল শপে ওষুধের দামে ৪০ থেকে ৭০ শতাংশ ছাড় পাওয়া যায় '
সেইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে রাজ্যের কর্মসংস্থানের জয়গান। বললেন. দেশে ডবল ইঞ্জিনের আমলে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, তাঁর রাজ্যে বেকারত্ব কমেছে। ত্রিপুরায় তৃণমূল সরকার গড়ার ডাক দিয়ে তিনি বলেন, 'ত্রিপুরায় শান্তি-উন্নয়ন-কর্মসংস্থান বজায় রাখতে তৃণমূল চাই' । তিনি আরও বলেন, 'আমি তৃণমূল কংগ্রেস না গড়লে, বাংলায় পরিবর্তন হত না'। সেই সঙ্গে তিনি বলেন, 'ডবল ইঞ্জিন ভয় দেখালে, চুপ করে যেখানে ভোট দেওয়ার দেবেন'।... 'ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন'।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও আগাগোড়া আক্রমণের সুর
শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও আগাগোড়া ছিল আক্রমণের সুর। তিনি বলেন ' বাংলায় ২০২১-এ দেখেছে কীভাবে মুখ থুবড়ে পড়েছিল। আজ ত্রিপুরায় কংগ্রেস -সিপিএম ও অন্য দল রয়েছে। কিন্তু যবে থেকে তৃণমূল ২০২১-এর অগাস্ট থেকে পা রেখেছেন, আমাদের লড়াই আরও তীব্রতর করেছি। বিজেপি তৃণমূলের কাছে মাথা নত করে মুখ্যমন্ত্রীকে বদলাতে বাধ্য হয়েছে। ' অভিষেক আরও বলেন, ' প্রার্থী যেই হোক, জোড়াফুলে মাথা উঁচু করে ভোট দিন। কারণ যে কোনও প্রার্থীকে ভোট দেওয়া মানে, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। সরাসরি তৃণমূলের হাত শক্তিশালী করা। '






















