Mamata Banerjee: দুই দিয়ে কাটা হয়েছে আড়াই, করছাড়ের নামে কারসাজি, বাজেট-ব্যাখ্য়া মমতার
Union Budget 2023: বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করেন মমতা। আর সেখান থেকেই কেন্দ্রকে একহাত নেন তিনি।
কলকাতা: করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও, ২০২৩-'২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2023) সুবিধাবাদীদের বাজেট বলে কটাক্ষ করেছেন আগেই। এ বার করছাড়ের 'ফাঁক-ফোকর'ও বুঝিয়ে দিতে শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ৫ থেকে ৭ লক্ষ পর্যন্ত করছাড়ের ঊর্ধ্বসীমা বাডা়নো হলেও, ঘুরপথে ২.৫ লক্ষ টাকা আসলে কেটে নেওয়া হল বলে মন্তব্য করলেন তিনি। জানালেন, দুই গালে থাপ্পড় মারা হলেও, সত্য কথা বলা থেকে, দরিদ্র মানুষের হয়ে কথা বলা থেকে বিরত হবেন না তিনি।
দুই গালে থাপ্পড় মারা হলেও সত্য বলবেন, জানালেন মমতা
বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করেন মমতা। আর সেখান থেকেই কেন্দ্রকে একহাত নেন তিনি। বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "দাঙ্গা, অত্যাচার, সন্ত্রাস ছাড়া কাজ নেই বিজেপি-র। অন্য রাজ্যগুলির দিকে তাকিয়ে দেখুন। আর সকাল থেকে সন্ধে, শুধু আমাকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি বলি, আমাকে যত ইচ্ছে গালাগালি দাও, দুই গালে থাপ্পড়ও মারতে পারো। কিন্তু মনে রাখবে, আমার মুখ বন্ধ করা যাবে না। আমি গরিব, সাধারণ মানুষ, ছাত্রযৌবন, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান-তফসিলি, সবার কথা বলি, বলব।"
বাজেট প্রসঙ্গে এ দিন মমতা বলেন, "নেচে নেচে বলে বেড়াচ্ছে, আয়করে আমরা ৫ লক্ষ থেকে ৭ লক্ষে স্ল্যাব বাড়ালাম আমরা। ভাল করে বলছি, শুনে রাখুন কী করে চালাকি করে এরা। মাছের তেলে মাছ ভেজেছে। সব কথার কারসাজি। বরং আপনার রোজগার আরও লঝঝড়ে করে দিয়েছে। যাঁরা আয়কর দেন, এলআইসি, পিপিএফ, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড মিলিয়ে দেড় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতেন। তা আপনারা আর পাবেন না। স্বাস্থ্যবিমায় ছাড় পেতেন ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, তা-ও আর মিলবে না। তাতে কত হল! ২ লক্ষ। জাতীয় পেনশন প্রকল্পে যে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, সেটাও আর পাবেন না। তাহলে কত হয়! করছাড়ের কথা বলে ধেই ধেই করে নাচতে শুরু করল। কিন্তু আসলে দুই দিয়ে কাটল আড়াই।"
আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকার জীবন বিমা থেকে ব্যাঙ্ক, সব বন্ধ করে দেবে বলেও এ দিন দাবি করেন মমতা। তাঁর কথায়, "এই সরকার বেশিদিন থাকলে সব ব্যাঙ্ক বন্ধ করে দেবে। যে ভাবে শেয়ার বিক্রি করা হচ্ছে, এলআইসি-ও উঠিয়ে দেবে আগামী দিনে। ব্যাঙ্কের এবং জনগণের টাকা দিয়ে দল এবং দলের কয়েক জন বিখ্যাত লোককে বাড়ানো হচ্ছে। আগামী দিনে ব্যাঙ্কে রাখা এবং বিমাল টাকা পাবেন কিনা, জানা নেই।"
কেন্দ্রীয় সরকার খাদ্যের উপর থেকে ভর্তুকিও তুলে নিয়েছে, বললেন মমতা
শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার খাদ্যের উপর থেকে ভর্তুকিও তুলে নিয়েছে বলে এ দিন মন্তব্য করেন মমতা। তিনি জানান, ১০০ দিনের কাজের টাকা কেটেছে কেন্দ্রের বিজেপি সরকার। ভর্তুকি কেটেছে খাদ্যের। বাংলার সরকার নিজেদের টাকা থেকে সকলকে ৫ কেজি করে রেশন দেয়। গ্যাসের দাম ৫০০ টাকা বাড়িয়ে কেন্দ্র চার টাকা কমিয়ে লোককে দেখায় বলেও মন্তব্য করেন মমতা।