Mamata Banerjee : ‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র’ আক্রমণ মমতার
TMC : মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, '১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে’।

সামশেরগঞ্জ : বকেয়ার দাবিতে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। ‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র, কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না’ মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। গ্রামবাংলার ভোটের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ২০২৪-এর বার্তা।
বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ শানিয়ে তৃণমূল (TMC) সুপ্রিমোর আক্রমণ, ‘বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ভাঙন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র। ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র। ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়। ১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে’।
মালদা (Malda)-মুর্শিদাবাদে (Murshidabad) নদী ভাঙনের বিরাট সমস্যা। বসতবাড়ি থেকে চাষের জমি। সব চলে যাচ্ছে নদী গর্ভে। এই প্রেক্ষাপটেই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য, বৃহস্পতিবার মালদার সভায় মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তাঁদের নিয়েই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদী ভাঙন পরিদর্শন করেন তিনি। এরপর সরকারি সভায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮৭টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী যখন নদী ভাঙন ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে অসহযোগিতা-র অভিযোগ তুলছে, তখন পাল্টা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। নদী ভাঙন চলছে। তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। কিন্তু, নদী ভাঙনে সব হারানো মানুষগুলোর সমস্যা মিটবে কবে? কবে নদী ভাঙন প্রতিরোধে একযোগে পদক্ষেপ করতে দেখা যাবে কেন্দ্র ও রাজ্যকে? সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- 'সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি' : মমতা, মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক তরজা
পাশাপাশি গ্রামবাংলার ভোটের আগে থেকেই যে তার পাশাপাশি চব্বিশের লোকসভাও তাঁর নজরে। সেটাই মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস






















