Mamata Banerjee: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে কী বার্তা ?
Mamata On Niti Aayog: আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কী বলছেন মমতা ?
![Mamata Banerjee: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে কী বার্তা ? Mamata Banerjee will go Delhi to join Niti Aayog meet and CM attacks on Union Budget 2024 and Separate Union Territory Mamata Banerjee: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে কী বার্তা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/26/64415c8b8c9f3a60fb6d030bd08551d11721978643331484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিষেককে সঙ্গে নিয়ে আজ দিল্লি যাবেন মমতা। সূত্রের খবর, আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । আজ দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিকেল ৪ নাগাদ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন মমতা । নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের ৭ মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, 'বাজেটে যে ভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে, সেটা মানতে পারছি না। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছেন। বিজেপির নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়। বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাব।'
তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর, প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার। কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত থাকবেন? নাকি INDIA জোটের বাকি মুখ্য়মন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠক এড়াবেন? তা ঘিরে এখনও অনিশ্চয়তা। বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছনোর কথা থাকলেও শেষ অবধি এদিন যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিনতু, শেষ অবধি তিনি কী করবেন? এটাই বড় প্রশ্ন।
INDIA জোটের অন্য়ান্য় মুখ্য়মন্ত্রী অবশ্য় বৈঠকে না থাকা নিয়ে কোনও ধোঁয়াশা রাখেননি। তাঁরা ইতিমধ্য়েই নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার বাজেটের দিনই কংগ্রেস জানিয়ে দেয়, তাদের তিন মুখ্য়মন্ত্রী। কর্ণাটকের সিদ্দারামাইয়া ,হিমাচলপ্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী রেভন্ত রেড্ডি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। একই পথে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন DMK শাসিত তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এম কে স্ট্য়ালিন, JMM-কংগ্রেস জোটশাসিত ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন এবং আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান। দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনও জেলে। অর্থাৎ INDIA জোটের হাতে থাকা সবক'টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের অবস্থান স্পষ্ট।
আরও পড়ুন, গাংপুর বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্তদের ধরে দিতে পারলেই লাখ টাকা ! নোটিস জারি NIA-র
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)