Train Cancel : পয়লা বৈশাখের আগেই গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হাওড়া- শালিমার-সাঁতরাগাছি থেকে, জেনে নিন তালিকা
নানাসময় নানা কারণে বাতিল করে দেওয়া হয় ট্রেন। তাই ট্রেনযাত্রীদের আগেই জেনে রাখা ভাল, কোন মাসে কত ট্রেন বাতিল

আপনি কি এপ্রিল মাসে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন? কিংবা অফিস-ট্যুর? টিকিটও কাটা ? ব্যাগ প্যাক করার আগে একবার দেখে নিন এই তালিকা। এপ্রিল মাসে বিভিন্ন রুটে অনেকগুলি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। তাই আপনি যদি ট্রেনে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগে জেনে নিন কোন কোন রুটের কোন কোন ট্রেন বাতিল হয়েছে, নইলে পরে ঝামেলায় পড়তে হবে।
এপ্রিল মাসে বাতিল ট্রেনের তালিকা:
প্রতিমাসেই কোনও না কোনও কারণে বেশ কিছু ট্রেন বাতিল করে থাকে রেলওয়ে। কখনও কোনও অপ্রত্যাশিত ঘটনা, কখনও আবার লাইনে মেরামতি , কখনও আবার সিগনালের কাজ, নানাসময় নানা কারণে বাতিল করে দেওয়া হয় ট্রেন। তাই ট্রেনযাত্রীদের আগেই জেনে রাখা ভাল, কোন মাসে কত ট্রেন বাতিল। দেশজুড়ে রেলের বিশাল কর্মকাণ্ড। আর তাতে রক্ষণাবেক্ষণ তো সবসময় দরকার। তাই মেরামতির কারণেও কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
- ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে ৬৮৭৩৭ রায়গড়-বিল্লাসপুর পর্যন্ত মেমু লোকাল (Mainline Electric Multiple Unit) বাতিল
- ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিলাসপুর থেকে চলা ৬৮৭৩৮ বিলাসপুর-রায়গড় মেমু বাতিল
- ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বিলাসপুর থেকে ৬৮৭৩৬ বিলাসপুর-রায়গড় মেমু বাতিল
- ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে ৬৮৭৩৫ রায়গড়-বিলাসপুর মেমু বাতিল
- ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টাটানগর থেকে চলা ১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বাতিল বিলাসপুর থেকে চলা ১৮১১৪ বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস
- ১১ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ২২ এপ্রিল এবং ২৫ এপ্রিল দারভঙ্গা থেকে চলা ১৭০০৮ দারভঙ্গা-সিকান্দ্রাবাদ এক্সপ্রেসও বাতিল
- ৮ এপ্রিল, ১২ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৯ এপ্রিল এবং ২২ এপ্রিল সেকেন্দ্রাবাদ থেকে চলা ১৭০০৭ সিকান্দ্রাবাদ-দারভঙ্গা এক্সপ্রেস বাতিল
- ১০ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ২১ এপ্রিল ভুবনেশ্বর থেকে চলা ১২৮৮০ ভুবনেশ্বর-কুর্লা এক্সপ্রেস বাতিল
- ১২ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৯ এপ্রিল এবং ২৩ এপ্রিল কুর্লা থেকে চলা ১২৮৭৯ কুর্লা-ভুবনেশ্বর এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল বিলাসপুর থেকে চলা ২২৮৪৩ বিলাসপুর-পাটনা এক্সপ্রেস বাতিল
- ১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল পাটনা থেকে চলা ২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস বাতিল
- ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল সাইনগর শিরডি থেকে চলা ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাটিয়া থেকে চলা ১২৮১২ হাতিয়া-এলটিটি এক্সপ্রেস বাতিল
- ১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ২০ এপ্রিল এবং ২১ এপ্রিল এলটিটি থেকে চলা ১২৮১১ এলটিটি-হাতিয়া এক্সপ্রেস বাতিল
বাংলার কোন কোন ট্রেন বাতিল - ৬ এপ্রিল এবং ২৩ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর এক্সপ্রেসটিও বাতিল
- ১৭ এপ্রিল এবং ২৪ এপ্রিল জবলপুর থেকে চলা ২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেসও বাতিল
- ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল বাতিল ১২১৫১ এলটিটি-শালিমার এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল হাওড়া থেকে চলা ১২৮৭০ হাওড়া-মুম্বই এক্সপ্রেসটি বাতিল
- ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল হাওড়া থেকে চলা ২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস বাতিল
- ১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল মুম্বাই থেকে চলা ১২৮৬৯ মুম্বই-হাওড়া এক্সপ্রেসটি বাতিল
- ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলা ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস বাতিল
- ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ২০৮২২ সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল
- ১৪ এপ্রিল এবং ২১ এপ্রিল পুণে থেকে চলা ২০৮২১ পুণে-সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল পুণে থেকে চলা ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে চলা ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল মুম্বাই থেকে চলা ১২৮৫৯ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে চলা ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল
- ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাওড়া থেকে চলা ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস বাতিল
- ১২ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৯ এপ্রিল এবং ২১ এপ্রিল পুণে থেকে চলা ১২২২১ পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেসবাতিল
- ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল পোরবন্দর থেকে চলা ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলা ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস বাতিল
- ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল এলটিটি থেকে চলা ১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল
- ১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল শালিমার থেকে চলা ১২১০২ শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
