By Election 2024: স্বামীকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন TMC কাউন্সিলর, তারপর যে কাণ্ড ঘটল মেদিনীপুরে ; ঘটনার ভিডিও ভাইরাল
TMC News প্রসঙ্গত, মেদিনীপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে।
সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : উপনির্বাচনের মধ্যেই মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল। তাঁতিগেড়িয়ায় স্বামী-সহ তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনা ঘটল। প্রকাশ্যেই স্বামী-সহ তৃণমূল কাউন্সিলরকে কিল-চড়-ঘুষি ! বুথের ভেতরে ঝামেলা, যে রেশ গড়ায় বুথের বাইরে। বাইরে আসতেই এক পক্ষ অপর পক্ষের উপর চড়াও হয়। কাউন্সিরের স্বামী মত্ত ছিলেন বলে পাল্টা অভিযোগ উঠেছে। Medinipur By Election 2024
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকালে কিছুক্ষণ আগে মেদিনীপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তাঁর স্বামী ভোট দিতে গিয়েছিলেন। তিনি ভোট দিতে গেলে তৃণমূলেরই যিনি ভোট এজেন্ট ছিলেন তাঁর সঙ্গে কোনো কারণে কথা কাটাকাটি হয়। এরপর বাইরে এসে সেখানে যেসব তৃণমূল কর্মী ছিলেন তাঁদের তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। অভিযোগ, কথা কাটাকাটি হতেই তৃণমূল কাউন্সিলরের স্বামী প্রথমে হাত তোলেন। তখন পাল্টা হাত তোলেন সেখানে উপস্থিত তৃণমূলের অপর পক্ষের নেতা-কর্মীরা। ঘটনার জেরে এলাকায় এতটাই উত্তেজনা ছড়ায় যে সেখানে পুলিশ পৌঁছয়। পুলিশ এসে কাউন্সিলর ও তাঁর স্বামীকে কোতোয়ালি থানায় নিয়ে গিয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি থমথমে। এনিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন কাউন্সিলর ও তাঁর স্বামী দলের অন্য গোষ্ঠীর উপর চড়াও হয়েছেন। তেমনি অপর গোষ্ঠীর তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের পাল্টা কিল-চড় মারছেন। বিষয়টি এখনও জানেন না, এনিয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।
মেদিনীপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর মাঝেমধ্যেই সামনে আসে। তবে, তা এভাবে প্রকাশ্য়ে রাস্তায় আসেনি। কিন্তু, এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি একেবার মাঝরাস্তায় বেরিয়ে এল।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ফুচকা খাইয়ে ভোট টানার অভিযোগ উঠেছিল দক্ষিণ বারাসাতের একটি বুথে। সেবার নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগও করেছিলেন সিপিএম প্রার্থী। আর আজ উপনির্বাচনের দিনে উঠে এল সেই অভিযোগ। ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি ! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপালে। ভোট কেন্দ্র থেকে কিছুটা এগোলেই ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।