Meme on Anubrata: হাতকড়া রাখী, অসময়ে ‘চড়াম চড়াম’ ঢাক, অনুব্রত গ্রেফতারির পরে সোশ্যাল মিডিয়ায় ‘মিম’ ঘিরে মজা
Memes on Anubrata Mondal: অনুব্রতর গ্রেফতারির খবর যত দ্রুত ছড়িয়ে পড়েছে, তার থেকেও দ্বিগুণ গতিতে সোশাল মিডিয়ায় আছড়ে পড়েছে অনুব্রত মণ্ডলকে নিয়ে নানান মিম
কলকাতা: গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তারপরই এ নিয়ে সোশাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে মিমের ছড়াছড়ি।
গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি, দোর্দণ্ডপ্রতাপ শাসক নেতা অনুব্রত মণ্ডল! সেই খবর যত দ্রুত ছড়িয়ে পড়েছে, তার থেকেও দ্বিগুণ গতিতে সোশাল মিডিয়ায় আছড়ে পড়েছে অনুব্রত মণ্ডলকে নিয়ে নানান মিম। বৃহস্পতিবার ছিল রাখি পূর্ণিমা। আর সেদিনই অনুব্রত গ্রেফতার হওয়ায়, কেউ লিখেছেন, 'সকল তৃণমূলীদের রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা জানাই'। কোনওটায় হাতকড়ার ছবি দিয়ে লেখা, অনুব্রতকে বিশেষ রাখি পরাল সিবিআই।
অনুব্রত মণ্ডলের ডাক নাম কেষ্ট! এদিন গ্রেফতারের পর সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি মিমে লেখা ছিল, গ্রেফতার কলির কেষ্ট। মিমের পাশাপাশি দেদার ছড়াচ্ছে কার্টুনও। একটি কার্টুনে দেখা যাচ্ছে...কোন সহায়িকা বই পড়লে সাফল্য হাতের মুঠোয় আসবে, টিভি খুললেই, সেই বিজ্ঞাপন দেখা যায়। তারই অনুকরণ করে কেউ লিখেছেন, এমপি, এমএলএ ও নেতামন্ত্রীদের প্রথম পছন্দ সিবিআই সহায়িকা। নীচে লেখা, 'সাথে রয়েছে হাসপাতালে ভর্তি হয়ে সিবিআইয়ের হাত থেকে বাঁচার প্র্যাকটিক্যাল নোটবুক। একদম ফ্রি।'
আরও পড়ুন:Anubrata Mandal arrested: বুমেরাং অনুব্রতর হুঁশিয়ারি-হুমকি, মুখ খুলছেন একদা 'ত্রস্ত' মানুষেরা
কিছুদিন আগে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার রোদ্দুর রায়। বীরভূমের কেষ্ট গ্রেফতার হওয়ার পর, তার ছবি ব্যবহার করেও তৈরি হয়েছে মিম। লেখা হয়েছে, 'আরে বস, ভাল তো!' একটি মিমে লেখা হয়েছে, অসময়ে ‘চড়াম চড়াম’ শব্দে ঢাকের আওয়াজ। কিছু কী হয়েছে? কোথাও গাড়িতে বসে অনুব্রত মণ্ডলের আঙুল উঁচিয়ে রাখার একটি ছবি দিয়ে লেখা হয়েছে, 'মহাগুরুকে আটকানো মুশকিল আছে।'
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে CBI। একটি গরুর কার্টুনে মানুষের মুখ বসিয়ে লেখা, দুষ্টু গরু, শূন্য গোয়াল... ইত্যাদি।
'বেশি বড় হয়ো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হয়ো না, ছাগলে মুড়ে খাবে।' একসময় এ কথা নিজেই বলেছিলেন অনুব্রত। এদিন তার গ্রেফতার হওয়ার পর, এই কথা নিয়েও তৈরি হয়েছে মিম।
হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে এল কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা। আগামীকাল তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে।