(Source: ECI/ABP News/ABP Majha)
Jalpapuri News: বাড়ির উঠোনে খেলার সময় নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতা বাঘ, কী হল তারপর...
Jalpapuri Leopard Attack: চিতা বাঘের আক্রমণে মৃত্যুর হল এক নাবালিকার। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরকাটা এলাকায়।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বাড়ির উঠোনে খেলা করছিল এক কিশোরী। আচমকা সেখান থেকে তুলে নিয়ে গেল একটি চিতাবাঘ (Leopard attack)। এর জেরে মৃ্ত্যু হয়েছে ওই কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে Jalpapuri News (Nagar kata)। পরে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ১২ বছর বয়সী মৃত ওই কিশোরীর নাম সুশীলা গোয়ালা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার জলপাইগুড়ি জেলার দক্ষিণ খেরকাটা গ্রামে নিজের বাড়ির উঠোনে খেলছিল সুশীলা নাম ওই কিশোরী। আচমকা সেই সময় চিতাবাঘ তার উপর হামলা করে এবং তুলে নিয়ে গিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন চিতাবাঘটিকে তাড়া করে। শেষমেষ চিতা বাঘটি কিশোরীকে ফেলে দিয়ে পালিয়ে যায়। ততক্ষণে অবশ্য মৃত্যু হয়েছে ওই কিশোরীর। আবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খুনিয়া রেঞ্জ এবং ডায়না রেঞ্জের বন কর্মীরা। পৌঁছায় বানারহাট এবং নাগরাকাটা থানার পুলিশও।
ঘটনাস্থলে যাওয়ার পর খেরটাকা গ্রামের বাসিন্দারা ক্ষোভ ফেটে পড়েন বন দফতরের কর্মীদের ওপর। তাঁদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর। দীর্ঘক্ষণের চেষ্টায় মৃত কিশোরীর দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কিশোরীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধও হয়।
শুক্রবার রাতে নিজের বাড়ির উঠোনে খেলা করছিল কিশোরীটি। আচমকা তাকে তুলে নিয়ে জঞ্জলের দিকে ছুটতে শুরু করে চিতাবাঘটি। ওই কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন চিতাবাঘটিকে তাড়া করেন। পরিস্থিতি দেখে শেষমেষ চিতা বাঘটি কিশোরীকে ফেলে দিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে মেয়েটির। এরপরই শোকের ছায়া ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
বিষয়টিকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে এসে গবাদি পশু সহ মানুষের ওপর আক্রমণ চালায় এই এলাকায়। বন দফতরকে বারবার জানালেও কোন সুরাহা পাওয়া যায়নি। এর ফলেই ওই কিশোরীকে চিতা বাঘ তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখন আর কতজনের প্রাণ এভাবে যায় তার চিন্তা করেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিষয়টিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থি নিয়ন্ত্রণ সচেতন রয়েছে সাধারণ বাসিন্দারাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Jalpapuri News: বাড়ির উঠোনে খেলার সময় নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতা বাঘ, কী হল তারপর...