Fraud: মিজোরামে বসে কলকাতার ব্যবসায়ীদের কোটি কোটি টাকা প্রতারণা, গ্রেফতার ১
ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হল কলকাতায়। অভিযুক্ত আরও এক ব্যবসায়ীর খোঁজ করছে পুলিশ।
কলকাতা: মিজোরামে বসে কলকাতার ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল। প্রায় আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মিজোরামের ব্যবসায়ীকে। ফুলবাগান থানার হাতে গ্রেফতার হয় অভিযুক্ত মিজোরামের ব্যবসায়ী। ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হল কলকাতায়। অভিযুক্ত আরও এক ব্যবসায়ীর খোঁজ করছে পুলিশ।
লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ: একই দিন বীরভূমের মল্লারপুরেও লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। ফিক্সড ডিপোজিটের নামে টাকা তুলে উধাও প্রতারক দম্পতি। দেড়মাস আগে অভিযোগ জানানো হলেও পুলিশ কিছুই করেনি বলে গ্রাহকদের অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা রেখে প্রতারিত গ্রাহকরা ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক তছরুপের অভিযোগ উঠল বীরভূমের লাভপুরের ষষ্ঠীনগরে।
স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা কেন্দ্র পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংস্থা। ষষ্ঠীনগরে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টার অপারেটর হিসেবে দায়িত্বে ছিলেন সুমিত্রা চৌধুরী। গ্রাহকদের অভিযোগ,ব্যাঙ্কের থেকে বেশি সুদ দেওয়ার টোপ দিয়ে ফিক্সড ডিপোজিটের নামে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। জাল রসিদ দেওয়া হয় গ্রাহকদের। টাকা তছরুপে কাস্টমার সার্ভিস সেন্টার অপারেটর সুমিত্রা চৌধুরীর স্বামী সৈকত মজুমদারও যুক্ত বলে গ্রাহকরা অভিযোগ করছেন। গ্রাহকদের দাবি, টাকা আত্মসাতের নালিশ জানিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও সুরাহা মেলেনি।
জালিয়াতি চক্রের পর্দাফাঁস: পাশাপাশি আজই হুগলিতে এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এদিন হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চকবাজার ও ফুলপুকুরের এটিএমে ২ দিনে ১৪ বার লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন। ব্য়াঙ্কের নিরাপত্তারক্ষীদের হাতে পাকড়াও উত্তরপ্রদেশের বাসিন্দা এক যুবক। তাঁকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ। সন্দেহভাজন আরও ৪ জনের খোঁজে তল্লাশি চলানো হচ্ছে। হুগলির চুঁচুড়ায় এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস! এটিএমে টাকা তুলতে এসে হাতেনাতে পাকড়াও এক জালিয়াত। অভিযুক্তকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ। হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চকবাজার ও ফুলপুকুরের এটিএমে ২ দিনে ১৪ বার লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন নজরে এসেছে। চুঁচুড়ার চকবাজার ব্রাঞ্চের সঙ্গেই রয়েছে এটিএম। মঙ্গলবার সকালে এটিএমের সিসি ক্য়ামেরায় চার যুবকের সন্দেহজনক আচরণ নজরে আসে এক ব্য়াঙ্ক কর্মীর। বাকি ব্য়াঙ্ক কর্মীদের খবর দেন তিনি। নীচে নেমে এসে নিরাপত্তারক্ষীরা এক যুবককে ধরে ফেলেন।
বাকিরা পালিয়ে যায়। চুঁচুড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।