Mukul Roy: 'বিজেপিতে গিয়ে রাজনীতি করব', এবিপি আনন্দে Exclusive মুকুল! আর কী জানালেন?
Mukul Roy in Delhi:বিজেপিতে যাচ্ছেন? নাকি তৃণমূলেরই থাকছেন? কী নেই মুকুল রায় অন্তর্ধান রহস্যে? সেই রহস্যের যবনিকা কি পড়তে চলেছে?
বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, নয়াদিল্লি: টানটান রহস্য, নাটকীয় মোড়। বিজেপিতে যাচ্ছেন? নাকি তৃণমূলেরই থাকছেন? কী নেই মুকুল রায় অন্তর্ধান রহস্যে? সেই রহস্যের যবনিকা কি পড়তে চলেছে? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কার্যত বিস্ফোরক কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। নিজেই বললেন বিজেপিতে ফেরার কথা।
এবিপি আনন্দে একটি সাক্ষাৎকারে মুকুল রায় বলেন, 'অমিত শাহের সঙ্গে দেখা করব, বিজেপিতে গিয়ে রাজনীতি করব। কৈলাস বিজয়বর্গীর সঙ্গে কথা হয়েছে, উনিই থাকার ব্যবস্থা করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি বিজেপি বিধায়ক, সেই হিসেবে থাকার ব্যবস্থা করেছে দল।'
মুকুল রায়ের দিল্লি যাওয়ার পর থেকেই রাজনৈতিক মহল থেকে নানারকম প্রতিক্রিয়া মিলেছে। মুখ খুলেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। শুভ্রাংশুর দাবি, তাঁরা বাবা মানসিক ভাবে অসুস্থ। দিল্লি যাওয়ার জন্য তাঁকে কোনও একটি সূত্রে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, 'শুভ্রাংশু জানে আমি কোথায়, আমার সঙ্গে ফোনে কথা বলেছে। বিজেপিতে এলে ভালই হবে শুভ্রাংশুর। ওর জন্য় ভাল হবে। ওর পরিবারের জন্য ভাল হবে।' কেউ জোর করেনি, স্বেচ্ছায় দিল্লিতে এসেছেন বলেও এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন মুকুল রায়।
এক্সক্লুসিভ মুকুল:
তিনি বলেন, 'অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। তবে শাহ বা জেপি নাড্ডা কারুর সঙ্গে সাক্ষাৎ হয়নি। অমিত শাহ-জেপি নাড্ডার হাতে সুরক্ষিত বিজেপি।' দিল্লিতে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য মুকুল রায়ের। পঞ্চায়েত ভোটে ভাল ফাইট দেবে বিজেপি। মন্তব্য কৃষ্ণনগর উত্তরের বিধায়কের। স্বেচ্ছায় দিল্লিতে গিয়েছেন। সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, এমনটাও জানিয়েছেন তিনি।
মুকুল রায় কথা হয়েছে বলে দাবি করলেও সম্পূর্ণ উল্টো কথা বলেছেন শুভ্রাংশু। তিনি বলেন, ''আমার সঙ্গে কোনও কথা হয়নি, ফোনেও পাইনি, কিছুই জানি না।'
তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে রয়েছেন মুকুল রায়। পরে ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন তিনি। তারপরে আবার ২০২১ সালে তৃণমূল ভবনে গিয়ে উত্তরীয় পরেন তিনি। যদিও তিনি বলেন, 'আমি কোনওদিন তৃণমূলে ফিরিনি।' মমতার সামনে অভিষেকের কাছ থেকে উত্তরীয় পরেও তৃণমূলে ফেরার কথা অস্বীকার মুকুলের। কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি তৃণমূল আর করব না। এটা শিওর। হান্ড্রেড পার্সেন্ট করব না।'
বিজেন্দ্র সিংহকে মুকুল রায় বলেন, 'আমি দিল্লিতে এসেছি। নিজের ইচ্ছেয় এসেছি। কখনও কাউকে না জানিয়ে আসতে হয়। আমার অনেক কাজ আছে এখন। কারও সঙ্গে দেখা করিনি। ফোনে কথা হয়েছে। আমি বিজেপি বিধায়ক।' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ সুস্থ। বাড়ির সম্মতিতে আমি আসিনি। তাই হয়তো অনেকে অনেক কথা বলছে। তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। আমি বিজেপি পুরোদমে করব। মাঝখানে শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। এখন সুস্থ।'
আরও পড়ুন: মহিলা মোর্চার নেত্রীকে হেনস্থার অভিযোগে মণ্ডল সভাপতি ও তাঁর অনুগামীকে বহিষ্কার বিজেপির