Jalpaiguri : টিকিট না পেয়ে তৃণমূল-ত্যাগ, দল বদলেই বিজেপির প্রার্থীপদ
Municipal Election 2022 : তৃণমূলে অব্যাহত প্রার্থী অসন্তোষ! টিকিট না পেয়ে কেউ হাঁটলেন বিদ্রোহের রাস্তায়! কেউ আবার টিকিট পেতে শিবির বদল করলেন
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : টিকিট না পেয়ে দলত্যাগ করলেন, তৃণমূলের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা কমিটির সদস্য জুথিকা রায় বাসুনিয়া। তাঁকে প্রার্থী করেছে বিজেপি (BJP)। অন্যদিকে, টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন দিলেন তৃণমূলের (TMC) জেলা কমিটির সদস্য মলয় বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে অব্যাহত প্রার্থী অসন্তোষ! টিকিট না পেয়ে কেউ হাঁটলেন বিদ্রোহের রাস্তায়! কেউ আবার টিকিট পেতে শিবির বদল করলেন!
টিকিট না পেয়ে দল ছাড়লেন, তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য ও তফশিলি জাতি-উপজাতি সেলের নেত্রী জুথিকা রায় বাসুনিয়া। দল বদলের পরই, তাঁকে ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে বিজেপি। সদ্য তৃণমূলত্যাগী এই বিজেপি প্রার্থী বলেন, দলের সঙ্গে যুক্ত ছিলাম। দলের হয়তো আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। ভবিতব্যই সবকিছু করে দেয়।
আরও পড়ুন ; নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি ! বিতর্কে কোচবিহারের তৃণমূল প্রার্থী
এপ্রসঙ্গে জলপাইগুড়ি বিজেপির মুখপাত্র ধীরাজ ঘোষ বলেন, দলের প্রতি অবদান ছিল, আমরা আশাবাদী ভাল ফল করবে।
তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় নাম ছিল তৃণমূলের জেলা কমিটির সদস্য মলয় বন্দ্যোপাধ্যায়ের। তবে, চূড়ান্ত তালিকায় তাঁর নাম বাদ দেওয়া হয়। টিকিট না পেয়ে জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মলয় বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, কোনও এক প্রভাবশালী নেতা কলকাতায় গিয়ে আমার নাম কেটে দেন। জনগণের ডিমান্ড এসেছে, আমি ভোটে দাঁড়াই। আমি প্রথম থেকেই মমতার সঙ্গে ছিলাম। দল অন্যভাবে চলছে, আমি সেইভাবে চলতে পারছি না। এমন কিছু প্রার্থী দিয়েছে, যারা পাতে দেওয়ার মতো নয়।
তৃণমূলের জলপাইগুড়ির সভানেত্রী জানিয়েছেন, টিকিট না পেয়ে কেউ দল ছাড়লে, তা নিয়ে কিছু বলার নেই। এটা ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি। আর, মলয় বন্দ্যোপাধ্যায় তো দলেই আছেন। ভবিষ্যতে তাঁকে আরও সম্মান দেওয়া হবে।