Murshidabad Death Case: মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন মহিলাকে
Murshidabad Death Case News: প্রতিদিনের মতো এদিন সকালেও আমবাগানে আম ও জ্বালানি কুড়োতে গিয়েছিলেন সেই বৃদ্ধা মহিলা। প্রতিদিনই তিনি সকালে গিয়ে ফের ফিরেও আসেন তাড়াতাড়ি।
![Murshidabad Death Case: মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন মহিলাকে Murshidabad, a woman was hacked to death with a sharp weapon Murshidabad Death Case: মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন মহিলাকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/e846168f857cba47c6c217d53db62946_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন এক মহিলাকে চাঞ্চল্য হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার চোয়া খাস পাড়া এলাকায়। মৃত বৃদ্ধা মহিলার নাম আঞ্জুয়ারা বেওয়া। তাঁর বয়স হেছিল ৬৪ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এভাবে নৃশংস ভাবে কে বা কারা কেনই বা মারল তা এখনও পরিষ্কার নয়।
ঠিক কী হয়েছিল?
সূত্র মারফৎ খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে প্রতিদিনের মতো এদিন সকালেও আমবাগানে আম ও জ্বালানি কুড়োতে গিয়েছিলেন সেই বৃদ্ধা মহিলা। প্রতিদিনই তিনি সকালে গিয়ে ফের ফিরেও আসেন তাড়াতাড়ি। কিন্তু এদিন তাঁর বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে পরিবারের লোকজন খোঁজ খবর নেওয়া শুরু করেন। তারপরে আমবাগানে দেখতে পাওয়া যায় যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে।
হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
সেই অবস্থাতেই দ্রুত সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে সেই তা উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদার দাবি, এই মৃত্যুর পেছনে কোনও জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে। অভিযোগের আঙুল তোলা হয়েছে স্থানীয় বাবলু সর্দার নামে এক ব্যক্তির দিকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ পাঠানো হয় পরে। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
লালগড়ে মহিলার রহস্যমৃত্যু
পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার নাম বাতাসী মাহাতো। জানা গিয়েছে যে, গতকাল এই মহিলা তাঁর ছাগলটি চরাতে সকালে বেরিয়ে ছিলেন। দুপুর হলেও তিনি বাড়ি ফিরে আসেন নি। এই নিয়ে পরিবারের সবার ভীষণ চিন্তা হয়। পরে গ্রামের এক ব্যক্তির সব্জি বাগানে সেই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। দু হাত পিছ মোড়া করে বাঁধা ছিল তাঁর এবং গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানোর সাথে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ ছিল। পুলিশ খুনির খোঁজে ঘটনাস্থলে কুকুর নিয়ে তল্লাশি চালায়।তবে এখনও কেউ গ্রেফতার হয় নি। পুলিশ দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিন বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে।
আরও পড়ুন: ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে গান স্যালুট, শিল্পীকে শেষ বিদায় কলকাতার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)