Murshidabad: ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়, নূপুর শর্মার মন্তব্য ঘিরে অশান্ত বড়ঞা
Prophet Row: আজ সকালে বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
মুর্শিদাবাদ: রেজিনগরের পর এবার বড়ঞা। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়। আজ সকালে বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে যান বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুলিশ ও বিধায়কের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে।
অন্যদিকে, গতকালের অশান্তির পর আজ থমথমে রেজিনগর ও বেলডাঙা। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চলছে পুলিশি টহল। রেজিনগরে হিংসার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন, স্টেশনে ঢুকে তাণ্ডব, ভাঙচুর লালগোলা মেমুতে, পয়গম্বর বিতর্কের আঁচ নদিয়াতেও, নামল RPF, GRP
প্রসঙ্গত, এক কলেজ ছাত্রীর একটি ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায়। তার আঁচ গিয়ে পড়ে থানায়। থানা ঘিরে চলে তুমুল বিক্ষোভ, লাগাতার ইটবৃষ্টি। একাধিক বাড়িতে ভাঙচুরও হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়া আটকাতে একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। অভিযুক্ত কলেজ ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। প্রশাসনের ব্য়র্থতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। থানার কাছে হামলা, থানায় ঝামেলার ঘটনায় প্রবল ক্ষোভ জানিয়েছেন বেলডাঙা পুরসভার বিজেপি কাউন্সিলর। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ।
এদিকে, পয়গম্বর মন্তব্য বিতর্কের রেশ এবার ছড়াল নদিয়ায়। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা ট্রেনে ভাঙচুর বিক্ষোভকারীদের। মিছিলের পর ভাঙচুরের অভিযোগ। ৬টা বেজে ৫ মিনিটে ট্রেনে ভাঙচুর। প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল রানাঘাট-লালগোলার ডাউন লাইন। আপ লাইনে এখনও বন্ধ ট্রেন চলাচল। কলকাতার পথে আটকে থাকা ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস।