Murshidabad: যুবকের রহস্যমৃত্যু, বেলডাঙায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ
Murshidabad Rail Line Block: রহস্যজনক মৃত্যুতে (Mysterious death) ক্ষোভে ফেটে পরেন মৃতের পাড়া প্রতিবেশী আত্মীয়রা। উপযুক্ত তদন্তের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রেল লাইন অবরোধ করে বিক্ষোভ বেলডাঙায় (beldanga)। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বেলডাঙার পাঁচরাহা এলাকায় ১১১ নম্বর রেলগেটের (rail gate) ট্রেন (train) অবরোধ করে রাখেন বেগুনবাড়ি অঞ্চলের বাসিন্দাদের একাংশ। স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনবাড়ি গ্রামের এক যুবক নাজিমুদ্দিন সেখ কলকাতা থেকে বাড়ি ফেরার পথে দেবগ্রামের স্টেশনের কাছে রেল লাইনে তাঁর দেহ উদ্ধার হয়। রহস্যজনক মৃত্যুতে (Mysterious death) ক্ষোভে ফেটে পরেন মৃতের পাড়া প্রতিবেশী আত্মীয়রা। উপযুক্ত তদন্তের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে রেল পুলিশ, বেলডাঙা থানার পুলিশ এসে অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলেন। দু পক্ষের মধ্যে তুমুল বচসা, ধস্তাধস্তি হয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অবরোধের জেরে রেল লাইনে আটকে থাকে প্যাসেঞ্জার ট্রেন। পড়ে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
গতকাল রাজ্যের অন্যত্র একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ক্রিকেট (Cricket) খেলতে গিয়ে মৃত্যু হল স্কুল শিক্ষকের (School Teacher)। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা ঘটেছে ভাঙড়ের পোলেরহাট হাইস্কুলে (Bhangore Polerhat High School)। মৃত (Death)শিক্ষকের নাম অভিজিৎ মণ্ডল। তিনি ইংরেজি বিষয়ের (English Subject) শিক্ষক ছিলেন। সোমবার (Monday) দুপুর ২টো নাগাদ স্কুলের টিফিনের সময় সহ শিক্ষকদের সঙ্গে স্কুল গ্রাউণ্ডের মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে তাঁর মৃত্যু হয়।
খেলার সময় বুকের যন্ত্রণা নিয়ে বসে পড়েন। সহ শিক্ষকরা এসে জল দেন। সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শুশ্রূষা করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি। সেজন্য অসুস্থ শিক্ষককে তড়িঘড়ি স্থানীয় জিরানগাছা হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। র আকস্মিকতায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্কুলের শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীরা ঘটনাক ভেঙে পড়েছেন সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।