Fake Currency: ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার ! উত্তরপ্রদেশে পাচারের আগেই সাফল্য রেল পুলিশের
Murshidabad News: জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা স্টেশনে আসে তাদের টিম। ১ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে আটক করে পুলিশ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ছয় লক্ষ টাকার জালনোট উদ্ধার। উত্তর প্রদেশ পাচার করার আগেই জিআরপি পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি। বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি ওই ব্যক্তিকে আটক করে। তাঁর কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জাল নোট।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা স্টেশনে আসে তাদের টিম। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে প্রথমে তাঁকে আটক করে পুলিশ। তাঁর কাছে তল্লাশি চালাতেই তাঁর ব্যাগে একটি অফিস ফাইলের মধ্যে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। জাল নোটগুলির মধ্যে ৫০০ টাকার ১০০০ পিস নোট এবং ২০০ টাকার ৫০০ পিস নোট ছিল বলে জিআরপি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। এই জাল নোট উদ্ধারের পর ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেতার করে জিআরপি।
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পেরেছে, এই জাল নোট গুলি মালদা জেলার বৈষ্ণবনগর থেকে আনা হয়েছিল নিউ ফরাক্কা স্টেশনে। এরপর নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তরপ্রদেশের গয়া যাবার জন্য ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। এই জাল নোট কাদের কাছ থেকে আনা হয়েছিল, আর কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে, বিশদে সবটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উত্তরপ্রদেশের পাশাপাশি আর কোথাও জাল নোট পাচার করার উদ্দেশ্য ছিল কিনা তারও তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। ধৃতকে বৃহস্পতিবার আদলতে তোলা হবে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। অন্যদিকে, রাজ্যে চলছে SIR- এর কাজকর্ম। এই আবহে নিউ ফরাক্কা স্টেশন থেকে এভাবে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হওয়ায় উঠছে অনেক প্রশ্ন। এর আগেও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে জাল নোট। এর পাশাপাশি মুর্শিদাবাদের অনেক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও। তাঁদের অনেকের কাছ থেকেই উদ্ধার হয়েছিল ভুয়ো নথি। এবার ফের জাল নোট উদ্ধার হয়েছে নিউ ফরাক্কা স্টেশন থেকে।






















