Murshidabad News : চাকরি বাতিলে উঠে যেতে পারে এই স্কুলের বিজ্ঞান বিভাগ! নেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির শিক্ষক
এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা? যেমন, মুর্শিদাবাদের ভাসাইপাইকড় হাইস্কুল। সেখানে চাকরি হারালেন ১৬ জন।

রাজীব চৌধুরী , মুর্শিদাবাদ : সুপ্রিম কোর্টের রায়ের পর, কোনও স্কুলে চাকরি গেছে ৫০ শতাংশের বেশি শিক্ষকের। কোনও স্কুলে চাকরি গেছে এক তৃতীয়াংশের বেশি শিক্ষকের। বাদ যাননি শিক্ষাকর্মীরাও। আর এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা? যেমন, মুর্শিদাবাদের ভাসাইপাইকড় হাইস্কুল। সেখানে চাকরি হারিয়েছেন ১৬ জন শিক্ষক।
'বিজ্ঞান বিভাগ উঠে যাওয়ার মুখে'
মুর্শিদাবাদের ভাসাইপাইকড় হাইস্কুলে সাড়ে আট হাজার ছাত্রছাত্রী। শিক্ষক সংখ্যা ছিল ৪০। তার মধ্যে আদালতের রায়ে চাকরি গিয়েছে ১৬ জনের। ২৪ জন শিক্ষকের পক্ষে সবকটি ক্লাস নেওয়া, পরীক্ষার ব্যবস্থা করা, কোনও কিছুই চালানো যাবে না, জানাচ্ছেন প্রধান শিক্ষক। সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায়ের পর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনও শিক্ষকই আর রইল না স্কুলে। ফলে বিজ্ঞান বিভাগ উঠে যাওয়ার মুখে। স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ তাসিকুল ইসলাম জানালেন, স্কুল চালানোর মতো পরিকাঠামোই আর নেই, পরীক্ষা চালানোও মুশকিল।
২৪ জন শিক্ষকের চাকরি বাতিল আরেকটি স্কুলে
অন্যদিকে সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হওয়ায় মুর্শিদাবাদের আরও অনেক স্কুল সমস্যায় পড়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সুতির ছাবঘাটী কে ডি বিদ্যালয়ও । এক ধাক্কায় এই স্কুলে ২৪ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে । চাকরি গিয়েছে এক শিক্ষাকর্মীরও। স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৬৫। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হওয়ায় এই স্কুলে চাকরি হারিয়েছেন ২৫ জন, এর মধ্যে ২৪ জন শিক্ষক শিক্ষিকা ও একজন শিক্ষাকর্মী । ফলে বর্তমানে এই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা একধাক্কায় কমে গেছে অনেকটাই।
স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ৯ হাজার ৫১৪ জন। বর্তমানে এই স্কুলে শিক্ষক সংখ্যা দাড়িয়েছে ৪১ জন। শিক্ষাকর্মী আগে ৫ জন থাকলেও একজন বাতিল হওয়ায় এখন চার জন। সোমবার থেকে স্কুলে শুরু হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষা। এক সঙ্গে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ায় চরম সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ।
২১ জনেরই চাকরি গিয়েছে ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের
মুর্শিদাবাদেরই আরেকটি স্কুল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলে শিক্ষক সংখ্য়া ৬২। ২১ জনেরই চাকরি চলে গেছে!
প্রায় চার হাজার পড়ুয়ার এই স্কুল চলবে কী করে বুঝে উঠতে পারছেন না প্রধান শিক্ষিকা! যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের অনেকেই উচ্চমাধ্যমিকের খাতা দেখছেন। তাঁদের ক্ষেত্রে এবার কী সিদ্ধান্ত নেওয়া হবে? সমস্যা অনেক, সমাধানের পথ চেয়ে রাজ্যবাসী ।






















