Murshidabad Weather Updates: তাপমাত্রার ওঠাপড়া চলছেই, কনকনে শীতের দেখা নেই এখনও পর্যন্ত
Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
বহরমপুর: ডিসেম্বর শেষ হয়ে নতুন বছর আসতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা টের পায়নি বাংলা। মাঝে একধাক্কায় পারদপতন ঘটলেও, গত কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠাপড়া বজায় রয়েছে। শনিবার মুর্শিদাবাদ (Weather update) সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির মতো। রাতের দিকে পারদ নামতে পারে বেশ খানিকটা।
শনিবার আকাশ পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ জেলায়। এদিন আবহাওয়া মোটামুটি ঠান্ডা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশেই থাকবে দিনে বেলায়। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে। বিকেলের পর থেকে নামতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রায় খুব বেশি হেরফের থাকবে না আজ।
শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ থাকবে
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল গড়াতে গড়াতে তাপমাত্রা নামবে বেশ খানিকটা। বিকেলের পর ঠান্ডা হাওয়াও বইতে পারে। (District Weather Updates)।
শনিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৩ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৯১ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৯১ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-তাপমাত্রায় তেমন হেরফের নেই
সূর্যোদয়- সকাল ৬টা বেজে ১৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৪টে বেজে ৫৫ মিনিট
আরও পড়ুন: Malda News: চোখ কপালে তোলে 'নবাবি' বেগুনের ওজন! নামের পিছনেও রয়েছে গল্প
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। ডিসেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে গিয়েছে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে যাচ্ছে। এবারে হাড় কাঁপানো শীত.ও তাড়াতাড়ি আসতে পারে বলে শোনা যাচ্ছে